রাঙামাটি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কী কী?
26th Nov 2022 | রাঙ্গামাটি জেলা |
রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ হলো:
- আসামবস্তি ব্রীজ
- ফুরমোন পাহাড়
- ঘাগড়া/কলাবাগান ঝর্ণা
- উপজাতীয় জাদুঘর
- ওয়াজ্ঞা চা এস্টেট
- কর্ণফুলি কাগজ কল
- কংলাক পাহাড়
- কাপ্তাই জাতীয় উদ্যান
- কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র
- কাপ্তাই সেনানিবাস
- কাপ্তাই হ্রদ
- চিৎমরম বৌদ্ধ বিহার
- চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়াম
- ঝুলন্ত সেতু
- টুকটুক ইকো ভিলেজ
- ডলুছড়ি জেতবন বিহার
- তবলছড়ি আনন্দ বিহার
- দুমলং
- ধুপপানি ঝর্ণা
- নৌ বাহিনীর পিকনিক স্পট
- পাবলাখালী বন্যপ্রাণ অভয়ারণ্য
- পেদা টিং টিং
- প্যানোরমা জুম রেস্তোরা
- বনশ্রী পর্যটন কমপ্লেক্স
- বাংলাদেশ সুইডেন
Related
রাঙ্গামাটি জেলার আয়তন কত?
রাঙ্গামাটি জেলার মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা।
Related
রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান সমূহ কী কী?
রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতমঃ
- কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে,
- কর্ণফুলী হ্রদ,
- পর্যটন মোটেল ও
- ঝুলন্ত সেতু,
- সুবলং ঝর্ণা,
- শুকনাছড়া ঝর্ণা,
- ধুপপানি ঝর্ণা,
- মুপ্পোছড়া ঝর্ণা,
- পেদা টিং টিং,
- টুকটুক ইকো ভিলেজ,
- রাইংখ্যং পুকুর,
- রাজবন বিহার,
- ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি,
- কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র,
Related
রাঙ্গামাটি জেলা পরিষদ কত সালে গঠিত হয়?
১৯৮৯ সনে পার্বত্য জেলাসমূহের বিভিন্ন অনগ্রসর সংখ্যালঘু গোষ্ঠি অধ্যুষিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বাঙ্গীণ উন্নয়নকল্পে রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ ১৯৮৯ (১৯৮৯ সনের ১৯নং) অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ স্থাপিত হয়।
Related
কাপ্তাইয়ের দর্শনীয় স্থান সমূহ কী কী?
কাপ্তাইয়ের দর্শনীয় স্থান কাপ্তাই হ্রদ। বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম এ হ্রদ রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা জুড়ে বিস্তৃত। 2 কর্ণফুলি কাগজ কল। চন্দ্রঘোনায় কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এ কাগজ কলটি বাংলাদেশের বৃহত্তম কাগজ কল।