লক্ষ্মীপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
রাজনৈতিক ব্যক্তিত্ব:
মোহাম্মদ উল্যাহ ( বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি)
মোহাম্মদ তোহা
আলহাজব জমির আলী
জনাব আ স ম আব্দুর রব
মেজর জেনারেল (অবঃ) ডাঃ এ এস এম মতিউর রহমান (তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা)
সিভিল সার্ভেন্ট:
আবুল আহসান চৌধুরী (সার্কের প্রথম মহাসচিব ও প্রাক্তন পররাষ্ট্র সচিব)
ইসমাইল জবিউলস্নাহ (প্রাক্তন সচিব)
কে এম নাজমুল আলম সিদ্দিকী (সাবেক সচিব)
শহুদুল হক (প্রাক্তন আই জি পি)
মোঃ বদিউজ্জামান (চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন)
জনাব মোঃ রহুল আমিন (সাবেক প্রধান বিচারপতি)
শিক্ষাবিদ ও সাহিত্যিক:
অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী ( শিক্ষাবিদ ও প্রাক্তন মন্ত্রী পরিষদ সদস্য)
ডঃ আবদুল মতিন চৌধুরী (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চান্সেলর)
ডঃ মমতাজ উদ্দিন চৌধুরী (ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর )
কাজী মোতাহার হোসেন (সাহিত্যিক)
সেলিনা হোসেন (কথা সাহিত্যিক)
ডঃ মফিজুল্যাহ কবির (ইতিহাসবিদ)
সাংস্কৃতিক ব্যক্তিত্ব:
দিলারা জামান
জনাব রামেন্দ্র মজুমদার
ফেরদৌসী মজুমদার
এ.টি এম. শামসুজ্জামান
মাহফুজ আহমেদ
তারিন
ক্রীড়া ব্যক্তিত্ব:
জনাব হারুনুর রশিদ (ক্রীড়া সংগঠক ও সাবেক সংসদ সদস্য)
নিশাত মজুমদার (প্রথম বাংলাদেশী নারী এভারেষ্ট বিজয়ী)
লক্ষ্মীপুর জেলার মোট জনসংখ্যা ১৭,২৯,১৮৮ জন। এর মধ্যে পুরুষ ৮,৬৬,৮৬৮ জন এবং মহিলা ৮,৬২,৩২০ জন।(২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী)
লক্ষ্মীপুর জেলায় ধর্মবিশ্বাস-২০১১
ইসলাম (৯৩.৩১%)
হিন্দু ধর্ম (৪.৬৬%)
বৌদ্ধ ধর্ম (২.০০%)
খ্রিস্ট ধর্ম (০.০৩%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৯৫.৩১% মুসলিম, ৪.৬৬% হিন্দু এবং ০.০৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩০´ থেকে ২৩°১০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৮´ থেকে ৯০°০১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে লক্ষ্মীপুর জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৫৭ কিলোমিটার। এ জেলার উত্তরে চাঁদপুর জেলা; পূর্বে ও দক্ষিণে নোয়াখালী জেলা এবং পশ্চিমে মেঘনা নদী, ভোলা জেলা ও বরিশাল জেলা অবস্থিত। লক্ষ্মীপুর শহর রহমতখালি নদীর তীরে অবস্থিত।
লক্ষ্মী শব্দটি থেকে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। আর পুর শব্দটির অর্থ হলো শহর বা নগর। লক্ষ্মীপুর এর অর্থ হলো সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী।
তাই লক্ষ্মী বা সৌভাগ্যের এই দহটি এলাকার সবার কাছে লক্ষ্মীদহ বা লক্ষ্মদহ নামে সবার কাছে পরিচিতি লাভ করে। অন্য একটি মতে, দালাল বাজার এলাকার জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরী এর অধস্তন জমিদার লক্ষ্মীনারায়ণ রায় চৌধুরীর নামানুসারে এলাকাটির নাম হয় লক্ষ্মীপুর।
পূর্বে লক্ষ্মীপুর নামের ইংরেজি Laxmipur বা Luxmipur লেখা হলেও ২০১২ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের রীতি অনুসরণের জন্য পরিপত্র জারি হওয়ার পর থেকে লক্ষ্মীপুর শব্দটি ইংরেজিতে Lakshmipur লেখা শুরু হয়।
লক্ষ্মীপুর জেলার উপজেলা : ৫টি