The Ballpen
লো‌হাগড়া উপজেলার ব্যাবসা বাণিজ্য - theballpen

লো‌হাগড়া উপজেলার ব্যাবসা বাণিজ্য

19th Dec 2022 | নড়াইল জেলা |

এ উপজেলার মানুষ ধান,পাট,সুপারী,পান ইত্যাদি ব্যবসা বানিজ্যে প্রসিদ্ধ। তাছাড়া বিভিন্ন প্রকার সবজি ও কাঁচামালের ব্যবসাও করে থাকে। এ উপজেলা থেকে বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য ও তন্তু জাতীয় আশ দেশের বিভিন্ন এলাকায় রাপ্তানী করা হয়।

এ উপজেলার মানুষ ধান, পাট, সুপারী, পান ইত্যাদি ব্যবসা বানিজ্যে প্রসিদ্ধ। তাছাড়া বিভিন্ন প্রকার সবজি ও কাঁচামালের ব্যবসাও করে থাকে। এ উপজেলা থেকে বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য ও তন্তু জাতীয় আশ দেশের বিভিন্ন এলাকায় রাপ্তানী করা হয়।





Related

নড়াইল জেলার আয়তন কত?

নড়াইল জেলার আয়তন:৯৯০.২৩ বঃ কিঃমিঃ



Related

নড়াইল জেলার জনসংখ্যা সংখ্যা কত?

নড়াইল জেলার  মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১



Related

নড়াইল জেলার উপজেলা কয়টি ও কী কী?

নড়াইল জেলার উপজেলা :৩টি

সেগুলো হলঃ

  • ১। নড়াইল সদর
  • ২। লোহাগড়া এবং
  • ৩। কালিয়া


Related

নড়াইল জেলার ইউনিয়ন কয়টি?

নড়াইল জেলার ইউনিয়ন:৩৯ টি |



Related

নড়াইল জেলার মৌজা কয়টি?

নড়াইল জেলার মৌজা :৪৪৬টি