লোহাগড়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো :
এবং রামনারায়ন পাবলিক লাইব্রেরি (1901) নামে একটা লাইব্রেরি আছে।
১৯০২ সালে প্রতিষ্ঠিত লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর জদুনাথ মজুমদার। শতবর্ষ প্রচীন বিদ্যালয়টি এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করে চলেছে ।
রায় বাহাদুর জদুনাথ মজুমদার এই অঞ্চলের অন্যতম শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তিনি একাধারে রাম নারায়ণ পাবলিক লাইব্রেরি, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় এবং লোহাগড়া গার্লস হাইস্কুল প্রতিষ্ঠা করেন।
নড়াইল জেলার মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১
নড়াইল জেলার উপজেলা :৩টি
সেগুলো হলঃ