The Ballpen
সাতক্ষীরা কোন জনপদের অন্তর্গত ছিল? - theballpen

সাতক্ষীরা কোন জনপদের অন্তর্গত ছিল?

16th Dec 2022 | সাতক্ষীরা জেলা |

এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্গত ছিল। বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। এ জনবসতি প্রাচীনকালে খ্যাত ছিল বুড়ন দ্বীপ নামে।





Related

সাতক্ষীরা কত সালে প্রতিষ্ঠিত হয়?

১৮৬১ সালে যশোর জেলার অধীনে ৭টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৬৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অর্ন্তভূক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে।



Related

সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত?

সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বিখ্যাত। সাতক্ষীর জেলাটি থেকে দেশের রপ্তানীকৃত চিংড়ির প্রায় ৭০ভাগ হয়ে থাকে।



Related

সাতক্ষীরা কত নং সেক্টর ছিল?

প্রতিটি সেক্টরে একজন করে অধিনায়ক নিযুক্ত করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল । সাতক্ষীরা অঞ্চল ছিল অষ্টম ওনবম সেক্টরের অধীন ।



Related

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্গত। সাতক্ষীরা বাংলাদেশের নৈঋত কোণে অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর। এই জেলাটি আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর এবং সাতক্ষীরা সদর - এই সাতটি উপজেলার সমন্বয়ে গঠিত।



Related

সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?

সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলো:

  • অমৃতা খান:অভিনেত্রী।
  • খান বাহাদুর আহ‌্ছানউল্লা - সমাজ সেবক, সাহিত্যিক শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক;
  • মুহাদ্দিস আব্দুল খালেক - কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, সমাজ সেবক,শিক্ষাবিদ;
  • ডা: এম আর খান - জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ;
  • পচাব্দী গাজী - বিশ্ব বিখ্যাত বাঘ শিকারী
  • আজিজুননেছা খাতুন - প্রথম মুসলিম মহিলা কবি
  • মোহাম্মদ ওয়াজেদ আলী - একজন বাঙালি লেখক/কবি;
  • সিকান্দার আবু জাফর - বিশিষ্ট কবি ও সাহিত্যিক;
  • আবেদ খান - সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব;
  • অমর মিত্র (৩০ আগস্ট, ১৯৫১)
  • আবুল কাশেম মিঠুন- বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব
  • সাবিনা ইয়াসমিন - প্রখ্যাত কণ্ঠশিল্পী;
  • নীলুফার ইয়াসমীন - বিশিষ্ট কণ্ঠশিল্পী;
  • ফরিদা ইয়াসমিন
  • ফৌজিয়া ইয়াসমিন
  • আমিন খান- চিত্রনায়ক;
  • রানী সরকার - বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী;
  • তারিক আনাম খান - নাট্যশিল্পী;
  • আফজাল হোসেন - নাট্যশিল্পী;
  • ফাল্গুনী হামিদ - নাট্যশিল্পী;
  • মৌসুমী হামিদ - অভিনেত্রী
  • সৈয়দ জাহাঙ্গীর - বিশিষ্ট চিত্রশিল্পী (একুশে পদকপ্রাপ্ত);
  • মাসুরা পারভিন:ফুটবল খেলোয়াড়।
  • মুস্তাফিজুর রহমান - ক্রিকেটার;
  • সৌম্য সরকার -ক্রিকেটার;
  • আ. ফ. ম. রুহুল হক - সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী;
  • এম মনসুর আলী - সাবেক মন্ত্রী, সমাজ সেবক ও রাজনীতিবিদ;
  • সৈয়দ দীদার বখত - সাবেক প্রতিমন্ত্রী ও সাংবাদিক;
  • বিধান চন্দ্র রায় - ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
  • শঙ্কর রায় চৌধুরী - ভারতের সাবেক সেনা প্রধান, দেবহাটা, সাতক্ষীরা।
  • জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনেতা, আবৃত্তিশিল্পী।