The Ballpen
সীতাকুণ্ড উপজেলায় খেলাধুলা ও বিনোদন - theballpen

সীতাকুণ্ড উপজেলায় খেলাধুলা ও বিনোদন

3rd Dec 2022 | চট্টগ্রাম জেলা |

ঐতিহ্যগত ভাবেই সীতাকুন্ড উপজেলার জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। সীতাকুন্ড সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এতদ অঞ্চলের খেলাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রন করছে। প্রতি বছর এ মাঠে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

   বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতি্যোগিতায় ফুটবল,কাবাডি ও হ্যান্ডবল প্রতিযগিতায় জেলা ও অঙচল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কৃতিত্ব অর্জন করহে বেশ কয়েক বছর ধরে।

   এ অঞ্চলের পঞ্চাশ-সতর দশকের শ্রেষ্ঠ  ফুটবল খেলোয়াড় হলেন বদিউল আলম।যিনি দেশী-বিদেশী দলের বিপক্ষে ফুটবল খেলে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া চট্টগ্রামের বলি খেলাকে ধারন করে সীতাকুন্ডের মকসুদ বলি ১৯৮৯ সালে চট্টগ্রামের জব্বারের বলি খেলায় স্বর্ন পদক লাভ করেন।

সীতাকুন্ডের নিজস্ব ফুটবল ও  ক্রিকেট দল চট্টগ্রাম লীগে অংশ গ্রহণ করে থাকে। এতদব্যতীত বিভিন্ন ক্লাব ও সংগঠণের উপস্থিতিতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে।





Related

চট্টগ্রাম জেলার আয়তন কত?

চট্টগ্রাম জেলার মোট আয়তন ৫,২৮২.৯২ বর্গ কিলোমিটার (১,৩০৫,৪৩৮ একর)। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা।



Related

চট্টগ্রাম জেলার জনসংখ্যা কত?

 চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৫,৬৬,০৩৯ জন এবং মহিলা ৪৫,৯৭,০৭৬ জন এবং বাকি ৬৪৫ জন হিজড়া । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৭০০ জন।(২০২২ সালের জনশুমারি অনুযায়ী)

চট্টগ্রামের ধর্মবিশ্বাস-২০২২

  ইসলাম (৮৭.৪৭%)

হিন্দু ধর্ম (১০.৭০%)

 বৌদ্ধ ও অন্যান্য ধর্ম (১.৮৩%)

ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৮৭.৪৭% মুসলিম, ১০.৭০% হিন্দু এবং ১.৮৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।



Related

চট্টগ্রাম জেলার অবস্থান ও সীমানা

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৫৯ কিলোমিটার। এ জেলার দক্ষিণে কক্সবাজার জেলা; পূর্বে বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা; উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।



Related

চট্টগ্রাম জেলা কত সালে গঠিত হয়?

   ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙ্গে কক্সবাজার জেলা গঠিত হয়।



Related

চট্রগ্রাম বিভাগ কত সালে গঠিত হয়?

১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়।