The Ballpen
সুবর্ণচর উপজেলায় আয়তন কত? - theballpen

সুবর্ণচর উপজেলায় আয়তন কত?

28th Nov 2022 | নোয়াখালী জেলা |

 সুবর্ণচর উপজেলায় আয়তন: ৩৮২.১২ বর্গ কিমি। অবস্থান: ২২°২৮´ থেকে ২২°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৯´ থেকে ৯১°২০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নোয়াখালী সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা, দক্ষিণে হাতিয়া উপজেলা, পূর্বে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ উপজেলা, পশ্চিমে রামগতি উপজেলা।





Related

নোয়াখালী জেলার পৌরসভা কয়টি ও কী কী?

নোয়াখালী জেলার : ৮টি পৌরসভা,

  • কবিরহাট,
  • বসুরহাট ,
  • ;চাটখিল ,
  • চাটখিল,
  • চৌমুহনী, 
  • ;সেনবাগ, 
  • সোনাইমুড়ি,
  •  হাতিয়া,


Related

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ও কি কি?

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ৯ টি

  • কবিরহাট,
  • কোম্পানীগঞ্জ,
  • চাটখিল,
  • নোয়াখালী সদর,
  • বেগমগঞ্জ,
  • সুবর্ণচর,
  • সেনবাগ,
  • সোনাইমুড়ি,
  • হাতিয়া


Related

নোয়াখালী জেলার আয়তন কত?

নোয়াখালী জেলার মোট আয়তন: ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।



Related

নোয়াখালী জেলা কোন বিভাগে অবস্থিত?

নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বনাম ছিল ভুলুয়া। উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা



Related

নোয়াখালী জেলার বিখ্যাত কেন?
  • নোয়াখালী জেলা নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা পিঠার জন্য বিখ্যাত।
  • নোয়াখালীর ভাষা
  • কৃতি ব্যক্তিত্ব
  • আতিথেয়তা
  • দর্শনীয় স্থান
  • পিঠা