The Ballpen
সেনবাগ উপজেলায় কী কী খেলাধুলা প্রচলিত? - theballpen

সেনবাগ উপজেলায় কী কী খেলাধুলা প্রচলিত?

29th Nov 2022 | নোয়াখালী জেলা |

দেশের অন্যান্য অঞ্চলের মতো সেনবাগ উপজেলায়ও ক্রিকেট এবং ফুটবলই বেশি প্রচলিত। গোটা বাংলাদেশে যে অল্পসংখ্যক উপজেলা পর্যায়ের স্টেডিয়াম আছে, তার মধ্যে একটি সেনবাগ উপজেলা স্টেডিয়াম, যা এখন শহীদ তরিক উল্ল্যাহ বীর বিক্রম স্টেডিয়াম নামে পরিচিত। অষ্টম জাতীয় সংসদে (২০০১-২০০৬) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন সেনবাগের তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। ওই সময় সেনবাগ উপজেলা স্টেডিয়াম নির্মিত হয়। এটির অবস্থান নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার কাবিলপুর ইউনিয়নে ছমির মুন্সির হাট বাজারের পাশে।





Related

নোয়াখালী জেলার পৌরসভা কয়টি ও কী কী?

নোয়াখালী জেলার : ৮টি পৌরসভা,

  • কবিরহাট,
  • বসুরহাট ,
  • ;চাটখিল ,
  • চাটখিল,
  • চৌমুহনী, 
  • ;সেনবাগ, 
  • সোনাইমুড়ি,
  •  হাতিয়া,


Related

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ও কি কি?

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ৯ টি

  • কবিরহাট,
  • কোম্পানীগঞ্জ,
  • চাটখিল,
  • নোয়াখালী সদর,
  • বেগমগঞ্জ,
  • সুবর্ণচর,
  • সেনবাগ,
  • সোনাইমুড়ি,
  • হাতিয়া


Related

নোয়াখালী জেলার আয়তন কত?

নোয়াখালী জেলার মোট আয়তন: ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।



Related

নোয়াখালী জেলা কোন বিভাগে অবস্থিত?

নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বনাম ছিল ভুলুয়া। উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা



Related

নোয়াখালী জেলার বিখ্যাত কেন?
  • নোয়াখালী জেলা নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা পিঠার জন্য বিখ্যাত।
  • নোয়াখালীর ভাষা
  • কৃতি ব্যক্তিত্ব
  • আতিথেয়তা
  • দর্শনীয় স্থান
  • পিঠা