ডেটাবেজ মানে হচ্ছে তথ্যভান্ডার। কম্পিউটার আবিষ্কারের আগ পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডেটাবেজে। ডাটাবেজ তৈরীর বিভিন্ন প্রোগ্রাম আছে। একটি ডাটাবেজ তৈরী করার পর সেটাকে প্রায়ই হালনাগাদ করার প্রয়োজন পড়ে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডাটাবেজ তৈরী, ব্যবস্থাপনা, তত্ত্ববধান এবং ডাটা প্রসেসের কাজ করে। ডাটাবেজ ল্যাংগুয়েজগুলো হলঃ Data Definition Language, Data Manipulation Language, Query language
উইন্ডোজ মাঝে মাঝে অপ্রত্যাশিত কাজ করে। যেমন হঠাৎ অডিও বন্ধ হয়ে যাওয়া। । যদি আপনার কম্পিউটার -এ হঠাৎ শব্দ বন্ধ হয়ে যায়, তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য নিচের পদক্ষেপগুলি চেষ্টা করে দেখুন। আশা করি কাজে দিবে।
Windows 10-এর জন্য যে উইন্ডোটি খোলে সেখানে সম্পর্কিত সেটিংস খুঁজুন। তারপরে সাউন্ড কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন।
উইন্ডোজ 11-এর জন্য যে উইন্ডোটি খোলে Advanced section>>more settings.
উভয় অপারেটিং সিস্টেমের জন্য, sound নামে একটি নতুন ছোট উইন্ডো প্রদর্শিত হবে।তারপর প্লেব্যাক ট্যাবে ক্লিক করুন এবং তারপর নিশ্চিত করুন যে আপনার অডিও ডিভাইস (Speaker)এর পাশে একটি সবুজ চেকমার্ক রয়েছে৷ তারপর Properties এ ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে এই ডিভাইসটি enable করা আছে।
যদি আপনার সাউন্ড এখনও কাজ না করে তাহলে আপনার অডিও কন্ট্রোলারের জন্য সঠিক ড্রাইভার নাই বা ড্রাইভার এ সমস্যা আছে।
সিস্টেম রিবুট করুন এবং উইন্ডোজকে ড্রাইভার পুনরায় ইনস্টল করার অনুমতি দিন যা এটি স্বয়ংক্রিয়ভাবে করার কথা। যদি এটি না হয় তাহলে নির্ভরযোগ্য সাইট থেকে ড্রাইভারটি ডাউনলোড করুন এবং ম্যানুয়ালি পুনরায় ইনস্টল করুন।
একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে- সার্ভার ও ক্লায়েন্ট।
ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট (request)।
সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স (response) পাঠায়।
যেমন- একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কোনাে সমস্যা না পায় (যেমন- ইতিমধ্যে এই নামে একাউন্ট তৈরি করা আছে), তখন সার্ভার ব্যবহারকারীর একাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।
আবার কোনাে কারণে একাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।