The Ballpen
কলারোয়া উপজেলার প্রাকৃতিক সম্পদ - theballpen

কলারোয়া উপজেলার প্রাকৃতিক সম্পদ

16th Dec 2022 | সাতক্ষীরা জেলা |

প্রকৃতিক সম্পদঃ- সুন্দরবন বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এর প্রাকৃতিক সৌন্দার্য বিচিত্র পশুপাখি, বৃক্ষলতা, ও বিভিন্ন জলজ প্রাণী সব কিছুতেই রয়েছে এর নিজস্ব বৈশিষ্ট্য। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার ১৭টি উপজেলা নিয়ে ইম্প্যাক্ট জোন প্রকল্প নিয়ে এলাকার অন্তভূক্ত। এই সুন্দরবনের উপর নির্ভর করে এর সীমানার পাশ্ববর্তী জনবসতি এলাকার অসখ্য শ্রমজীবী মানুষ বেঁচে থাকে। এ উপজেলার কৃষির মান খুব  উর্বর। ধান, পাট, শস্য সহ বিভিন্ন ধরনের শাক-সবজি প্রচুর পরিমানে উৎপাদন হয়। হলুদ, আদা, পেঁয়াজ রসুনও প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। অনেকের মন্তব্য এ রকম যে, কলারোয়ার মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন ধরনের ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।

কলারোয়া উপজেলার উল্লেখ্যের মতো কোন প্রাকৃতিক সম্পদ নাই। তবে এখানে প্রচুর শস্য জন্মে। আর এই শস্য উৎপাদন করেন মৌয়ালিরা। এই মধু খুবই সুস্বাধু। দেশের বিভিন্ন অঞ্চালে এখানকার উৎপাদিত মধু সরবরাহ করা হয়। মধু উৎপাদন করে এখানকার অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।





Related

সাতক্ষীরা কত সালে প্রতিষ্ঠিত হয়?

১৮৬১ সালে যশোর জেলার অধীনে ৭টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৬৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অর্ন্তভূক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে।



Related

সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত?

সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বিখ্যাত। সাতক্ষীর জেলাটি থেকে দেশের রপ্তানীকৃত চিংড়ির প্রায় ৭০ভাগ হয়ে থাকে।



Related

সাতক্ষীরা কত নং সেক্টর ছিল?

প্রতিটি সেক্টরে একজন করে অধিনায়ক নিযুক্ত করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল । সাতক্ষীরা অঞ্চল ছিল অষ্টম ওনবম সেক্টরের অধীন ।



Related

সাতক্ষীরা কোন জনপদের অন্তর্গত ছিল?

এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্গত ছিল। বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। এ জনবসতি প্রাচীনকালে খ্যাত ছিল বুড়ন দ্বীপ নামে।



Related

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্গত। সাতক্ষীরা বাংলাদেশের নৈঋত কোণে অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর। এই জেলাটি আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর এবং সাতক্ষীরা সদর - এই সাতটি উপজেলার সমন্বয়ে গঠিত।