কালীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ কী কী?
23rd Dec 2022 | ঝিনাইদহ জেলা |
কালীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ -
- আল-জামেয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা, বলিদাপাড়া।
- বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা
- বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।
- বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমী।
- দামোদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা
- গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়
- লাওতলা কলেজ,বড় ঘিঘাটি।
- সরকারি এম ইউ কলেজ।
- শহীদ নূর আলী কলেজ,কালীগঞ্জ।
- সরকারি ভূষণ হাইস্কুল
- হাসানহাটি বড় ধোপাদি এবাদৎ আলী মাধ্যমিক বিদ্যালয়
- রায়গ্রাম বানীকান্ত মাধ্যমিক বিদ্যালয় , সিংগীর বাজার, রায়গ্রাম।
- পাঁচকাহুনিয়া মাধ্যমিক বিদ্যালয়,বারোবাজার,ঝিনাইদহ ।
- বারবাজার মাধ্যমিক বিদ্যালয়।
- মেগুরখির্দ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- বারফা প্রাথমিক বিদ্যালয়।
- আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজ
- মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়
- বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসা
- পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দয়াপুর ভাতঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়o
- ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয়
- সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- নলডাঙ্গা ভূষণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়
- নলডাঙ্গা ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বি.এইস.এবি মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়,কেয়াবাগান,আগমুন্দিয়া
- বুজিডাঙ্গা মুন্দিয়া প্রাথমিক বিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিব মাধ্যমিক বিদ্যানিকেতন,ঝনঝনিয়া।
Related
ঝিনাইদহ জেলার বিখ্যাত খাবার কী?
নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ঝিনাইদহ জেলায় পাওয়া যায়। তবে আমার মতে ঝিনাইদহের বিখ্যাত খাবার যা আমাদের নিজস্ব আইডেনটিটি দেয় সেই খাবার গুলো হলো ঝিনাইদহের নলিন গুড়ের পায়েস, জীড়ান খেজুর রসের ক্ষীর,খালিশপুরের চমচম, মাছের মাথা দিয়ে শুক্তো।
Related
ঝিনাইদহ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
Related
ঝিনাইদহ জেলার ইতিহাস
ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য '‘নবগঙ্গা’' নদী এবং '‘দহা’' নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।