ঝিনাইদহ জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
23rd Dec 2022 | ঝিনাইদহ জেলা |
ঝিনাইদহ জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব-
- লতিফুর রহমান - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা;
- খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ; - ইসলামি ব্যক্তিত্ব ও অধ্যাপক আল-হাদিস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
- গোলাম মোস্তফা - কবি;
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান - বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ;
- মুস্তফা মনোয়ার - চিত্রশিল্পী;
- পাগলা কানাই - সাধক
- মনির খান - গায়ক;
- জুয়েল রানা:ফুটবলার।
- বাঘা যতীন - বিপ্লবী;
- জামাল নজরুল ইসলাম- দেশ বরেন্য পৃথিবীর বিখ্যাত গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী
- মুক্তিযোদ্ধা আশরাফুল আবেদীন আশা, সাবেক সংসদ সদস্য ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা পরিষদ, ঝিনাইদহ।
- কাজী মুতাসিম বিল্লাহ, ইসলামি পণ্ডিত; জামিয়া শরইয়্যাহ মালিবাগ, ঢাকার মহাপরিচালক (১৯৩৩ — ২০১৩)
- ইলা মিত্র - তেভাগা আন্দোলনের অন্যতম নেতা
- মসিউর রহমান - ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
- আল-আমিন হোসেন- বোলার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
Related
ঝিনাইদহ জেলার বিখ্যাত খাবার কী?
নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ঝিনাইদহ জেলায় পাওয়া যায়। তবে আমার মতে ঝিনাইদহের বিখ্যাত খাবার যা আমাদের নিজস্ব আইডেনটিটি দেয় সেই খাবার গুলো হলো ঝিনাইদহের নলিন গুড়ের পায়েস, জীড়ান খেজুর রসের ক্ষীর,খালিশপুরের চমচম, মাছের মাথা দিয়ে শুক্তো।
Related
ঝিনাইদহ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
Related
ঝিনাইদহ জেলার ইতিহাস
ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য '‘নবগঙ্গা’' নদী এবং '‘দহা’' নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।