The Ballpen
ঝিনাইদহ সদর উপজেলায় খেলাধুলা ও বিনোদন - theballpen

ঝিনাইদহ সদর উপজেলায় খেলাধুলা ও বিনোদন

23rd Dec 2022 | ঝিনাইদহ জেলা |

১।এ জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নামঃ ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, হকি, হ্যান্ডবল, খো-খো, দাবা, বক্সিং, এ্যাথলেটিকস, সাঁতার ইত্যাদি।

২।জেলা সদরে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম  খেলার মাঠ আছে।

৩।বাৎসরিক খেলা অনুষ্ঠানের তালিকাঃ ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, দাবা, সাঁতার ইত্যাদি।

৪।খো-খো ও প্রমীলা ক্রিকেট খেলা ২০০৮ সাল থেকে প্রচলন হয়েছে। এছাড়া অন্যান্য খেলা অনেক আগে থেকে ধারাবহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

ঝিনাইদহ জেলায় বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি আছে-নিম্নে সেগুলো সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো-

ঝংকার শিল্পী গোষ্ঠীঃ১৯৮৪ সালে ঝংকার শিল্পী গোষ্ঠীর আত্মপ্রকাশ । ঝঙ্কার এ পর্যন্তচল্লিশটিরওবেশী নাটক প্রযোজনা করেছে। প্রদর্শণী সংখ্যা শতাধিক। শান্তজোয়ার্দার এর প্রধান পৃষ্ঠপোষক। ঝঙ্কার বাংলাদেশ টেলিভিশনেও নাটক পরিবেশন করেছে।

সূর্যোদয় নাট্যগোষ্ঠীঃপাগলাকানাই মোড়ে এর কার্যালয়। ১৯৮৬ সালে সূর্যোদয় নাট্যগোষ্ঠির আত্মপ্রকাশ। বিশটিনাট্য প্রযোজনার মাধ্যমেমোটপ্রদর্শনী সংখ্যা চল্লিশের অধিক। এরপ্রধান পৃষ্ঠপোষক তপন গাঙ্গুলী।

ঝিনেদা থিয়েটারঃএ দলটির আত্মপ্রকাশ ১৯৮৬ সালে।দলটি শহর ছাড়াও বিভিন্ন গ্রাম- গঞ্জে নাটক মঞ্চস্থকরে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

বিবর্তন নাট্যগোষ্ঠীঃ১৯৯৩ সাথে বিবর্তনের আত্মপ্রকাশ। প্রদর্শনী সংখ্যা চল্লিশের উপর। প্রতিষ্ঠাতাসভাপতি রাজু আহম্মেদ মিজান।পৃষ্ঠপোষকতা করছেন বাবু কনক কান্তিদাস ও নারায়ন নন্দী।

বাংলাদেশ গণশিল্পীসংস্থাঝিনাইদহ শাখাঃ১৯৯৫ সাথে সংস্থারঝিনাইদহ শাখা প্রতিষ্ঠিত হয়।সংস্থাটিনাটকছাড়াও বিভিন্নসাংস্কৃতিককর্মকান্ডে সম্পৃক্তথাকে। আব্দুস সালামের নেতৃত্বে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ শাখা এগিয়ে চলছে।

অংকুর নাট্য একাডেমীঃ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারী মাহান ভাষা দিবসে অঙ্কুর নাট্য একাডেমীর যাত্রা শুরু। বয়সে খুব নবীন হলেও ইতোমধ্যে দলটিবাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যপদ লাভ করতে সমর্থ হয়েছে। এ ছাড়া অঙ্কুর নাট্য একাডেমী বাংলাদেশ টেলিভশনেমঞ্চ নাটক প্রদর্শনীতেখুলনা বিভাগেঅগ্রণী ভূমিকা রেখেছে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেএবং প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে। অঙ্কুরপ্রযোজিত"বিচার এমন' নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এর সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

বিহঙ্গ নাট্যগোষ্ঠিঃ১৯৯৫ সাথে বিহঙ্গের আত্মপ্রকাশ। এর চারটি নাটক এ পর্যন্ত২৭ বার প্রদর্শিত হয়েছে। নেতৃত্ব দানকরেছেন শাহীনুর আলম লিটন।

শিশু কিশোর নাট্যদলঃঝিনাইদহের একমাত্র শিশু কিশোর নাট্যচর্চাপ্রতিষ্ঠান। এর আত্মপ্রকাশ ১৯৯৫ সালে। নারায়ন চন্দ্র নন্দীএবং মোঃনাজিম উদ্দিন জুলিয়াস শিশুকিশোর নাট্যদলের যথাক্রমেসভাপতি ও সম্পাদক। এরা বারটিরও অধিক নাটক মঞ্চসহ করেছে। ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদল বাংলা পিপলস থিয়েটারএসোসিয়েশনের তালিকাভূক্তনাট্যপ্রতিষ্ঠান।

১।দীপায়ন একাডেমী, ঝিনাইদহ।

২।আনন্দ সাংস্কৃতিকসংগঠন, ঝিনাইদহ।

৩।শিল্পী সংঘ ইনিষ্টিটিউট, ঝিনাই|দহ।

৪।সুর নিকেতন, ঝিনাইদহ।

৫।বাউল পরিষদ, ঝিনাইদহ।

৬।চারণ সাংস্কৃতিক একাডেমী, ঝিনাইদহ।

৭।হিউম্যানিজম , ঝিনাইদহ।

উপরোক্তসাংস্কৃতিকসংগঠন সমূহ ঝিনাইদহের শিল্প, সাহিত্য ওসংস্কৃতির ক্ষেত্রেবিশেষ ভূমিকারেখেছে। রাষ্ট্রিয় ও জাতীয় অনুষ্ঠানাদিতে অংশ গ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।





Related

কচুয়া উপজেলার আয়তন কত?

কচুয়া উপজেলার আয়তন ১৩১.৬২  বর্গ কিলোমিটার



Related

ঝিনাইদহ কোন সেক্টরে ছিল?

মুক্তিযুদ্ধে ঝিনাইদহ ৮ নং সেক্টরে ছিল।



Related

ঝিনাইদহ জেলার বিখ্যাত খাবার কী?

নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ঝিনাইদহ জেলায় পাওয়া যায়। তবে আমার মতে ঝিনাইদহের বিখ্যাত খাবার যা আমাদের নিজস্ব আইডেনটিটি দেয় সেই খাবার গুলো হলো ঝিনাইদহের নলিন গুড়ের পায়েস, জীড়ান খেজুর রসের ক্ষীর,খালিশপুরের চমচম, মাছের মাথা দিয়ে শুক্তো।



Related

ঝিনাইদহ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।



Related

ঝিনাইদহ জেলার ইতিহাস

ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। 

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য '‘নবগঙ্গা’' নদী এবং '‘দহা’' নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।