১. জোয়ার ভাটার নদী
২. চিংড়ি সম্পদ
অন্যান্য মাছ
সাতক্ষীরা তালা উপজেলাতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়।
মাছ প্রধানত দুই প্রকার পানিতে জন্মায়। মিঠা পানির মাছ ও লোনা পানির মাছ। স্থানীয় নদী-নালা, বিল-খাল, ডোবা-পুকুর ও ক্ষুদ্র জলাশয়ে এসব মাছ মেলে।
মিঠা পানির মাছঃ রুই, কাতলা, মৃগেল, কালবাউস, বাচা, শোল, বোয়াল, লেঠা, বেলে, পুঁটি, শরপুঁটি, কৈ, মাগুর, শিঙি, ঝেঙা, ডানকানা (বিলুপ্তির পথে), বাইন (তোড়া), পাঁকাল, ট্যাংরা, নানা প্রকারের চিংড়ী ইত্যাদি।
নোনা পানির মাছঃ ভেটিক বা ভেকট, পারশে, ভাঙন, খরকুলা, পায়রা, রুচো, দাঁতনে, পাংগাস, কাইন বা কান, রেখা, তপশে, গুলে, ভ্যাদা, ভোলা, জাভা, ট্যাপা, ট্যাংরা, গলদা বাগদা, চাপড়া (চাকা) হরিনা প্রভুতি নানা জাতের চিংড়ী মাছ নদী ও খালের নোনা পানিতে পাওয়া যায়। লোনা পানির এলাকার বর্তমানে বিশেষভাবে বাগদা ও গলদা চিংড়ীর ব্যাপক চাষ করা হচ্ছে। পায়রা, দাঁতনে, পারশে ও ভেটকি খুবই সুস্বাদু।
এছাড়া কাঁকড়া, কচ্ছপ, কুঁচে প্রভৃতি জলজপ্রাণী পুকুর, খাল ও জলাশয়ে দেখতে পাওয়া যায়।
তালা উপজেলায় বিশাল চাষাবাদের মাধ্যমে জমিচাষ ছাড়াও নদী এবং মৎস্য ঘের এর মৎস্য চাষের মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করে চলেছে। এছাড়া আরো অনেক ধরনের চাষাবাদের উপযোগী এই তালা উপজেলা।
১৮৬১ সালে যশোর জেলার অধীনে ৭টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৬৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অর্ন্তভূক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে।
সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বিখ্যাত। সাতক্ষীর জেলাটি থেকে দেশের রপ্তানীকৃত চিংড়ির প্রায় ৭০ভাগ হয়ে থাকে।
প্রতিটি সেক্টরে একজন করে অধিনায়ক নিযুক্ত করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল । সাতক্ষীরা অঞ্চল ছিল অষ্টম ওনবম সেক্টরের অধীন ।
এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্গত ছিল। বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। এ জনবসতি প্রাচীনকালে খ্যাত ছিল বুড়ন দ্বীপ নামে।
সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্গত। সাতক্ষীরা বাংলাদেশের নৈঋত কোণে অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর। এই জেলাটি আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর এবং সাতক্ষীরা সদর - এই সাতটি উপজেলার সমন্বয়ে গঠিত।