The Ballpen
ফেনী জেলার অবস্থান কোথায়? - theballpen

ফেনী জেলার অবস্থান কোথায়?

24th Nov 2022 | ফেনী জেলা |

অবস্থানঃফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য,দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর,  পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা।

ফেনী জেলার সীমান্তবর্তী উপজেলা ৪টি , ইউনিয়ন ১২ টি । ফেনী সদর উপজেলার ৩টি সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে- ধর্মপুর ,শর্শিদী , এবং কাজীরবাগ ইউনিয়ন ; ছাগলনাইয়া উপজলেয়ার ২টি সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে- শুভপুর ও মহামায়া ইউনিয়ন; ফুল্গাজী উপজেলার ৪টি সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে- আমজাদ হাট, আনন্দপুর,মুন্সির হাট, ও ফুলগাজী; পরশুরাম উপজলেয়ার ৩টি সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে- চিথলিয়া, বক্সমাহমুদ , এবং মির্জানগর ইউনিয়ন। 





Related

ফেনী জেলার উপজেলা কয়টি?

ফেনী জেলার  উপজেলাঃ ৬ টি

  • ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী,
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা


Related

ফেনী জেলার জনসংখ্যা কত?

ফেনী জেলার মোট জনসংখাঃ ১৪,৯৬,১৩৮ জন | (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)

* পুরষঃ ৭,২২,৬২৬ জন

* নারীঃ ৭,৭৩,৫১২ জন

* জনসংখ্যার ঘনত্ব ১৪৫১ জন(প্রতি বর্গ কিঃ মিঃ)



Related

ফেনী জেলার বিখ্যাত ব্যক্তি কারা?

 দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উলেখ যোগ্য অবদান রয়েছে। ফেনী জেলার বরেণ্য  ব্যক্তিদের মধ্যে উলেখযোগ্য কয়েকজনঃ

  • কবি নবীন চন্দ্র সেন
  • , কবি হাবিবুলাহ বাহার চৌধুরী,
  • ভাষা সৈনিক আব্দুস সালাম,
  • ভাষা সৈনিক গাজীউল হক,
  • শহীদ বুদ্বিজীবি ও সাহিত্যিক শহীদুলাহ কায়সার,
  • শহীদ বুদ্বিজীবি, সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান,
  • শহীদ বুদ্বিজীবি ও সাংবাদিক সেলনা পারভীন,
  •   আধুনিক বাঙালি কবি বেলাল চৌধুরী 
  • কবি সামছুন্নাহার মাহমুদ
  • , স্যার এ,এফ রহমান,
  • নাট্যকার ও গবেষক সেলিম আল দীন প্রমুখ।


Related

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো কী কী?

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো :

  • হযরত শাহ সৈয়দ আমির উদ্দীন রঃ (পাগলা বাবার) মাজার ।
  • শতবর্ষী চাঁদগাজী ভুঞাঁ মসজিদ, ছাগলনাইয়া।
  • প্রাচীর সুড়ঙ্গ মঠ, ফুলগাজী।
  • বিলোনিয়া সীমান্ত পোস্ট, পরশুরাম।
  • বিলোনিয়া পুরাতন রেল স্টেশন।



Related

ফেনী জেলার থানা কয়টি?

ফেনী জেলার থানাঃ ৬ টি,

  •  ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা |