The Ballpen
ফেনী জেলার কোন উপজেলায় চাঁদ খাঁ মসজিদ অবস্থিত? - theballpen

ফেনী জেলার কোন উপজেলায় চাঁদ খাঁ মসজিদ অবস্থিত?

24th Nov 2022 | ফেনী জেলা |

চাঁদ খাঁ মসজিদঃ মোগল আমলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন চাঁদ গাজী ভূঞা। তার নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদগাজী বাজারের কাছে মাটিয়া গোধা গ্রামে অতীত ইতিহাসের সাক্ষী হিসাবে অবস্থান করছে চাঁদগাজী ভূঞা মসজিদ। মধ্যযুগের রীতি অনুযায়ী চুন, সুড়কী ও ক্ষুদ্র ক্ষুদ্র ইট দ্বারা তৈরী এ মসজিদের দেয়ালগুলো বেশ চওড়া। মসজিদের ছাদের উপর রয়েছে তিনটি সুদৃশ্য গম্বুজ । মসজিদের সামনে একটি কালো পাথরের নামফলকে এ মসজিদের নির্মানকাল ১১১২ হিজরী সনউল্লিখিত আছে।





Related

ফেনী জেলার উপজেলা কয়টি?

ফেনী জেলার  উপজেলাঃ ৬ টি

  • ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী,
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা


Related

ফেনী জেলার জনসংখ্যা কত?

ফেনী জেলার মোট জনসংখাঃ ১৪,৯৬,১৩৮ জন | (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)

* পুরষঃ ৭,২২,৬২৬ জন

* নারীঃ ৭,৭৩,৫১২ জন

* জনসংখ্যার ঘনত্ব ১৪৫১ জন(প্রতি বর্গ কিঃ মিঃ)



Related

ফেনী জেলার বিখ্যাত ব্যক্তি কারা?

 দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উলেখ যোগ্য অবদান রয়েছে। ফেনী জেলার বরেণ্য  ব্যক্তিদের মধ্যে উলেখযোগ্য কয়েকজনঃ

  • কবি নবীন চন্দ্র সেন
  • , কবি হাবিবুলাহ বাহার চৌধুরী,
  • ভাষা সৈনিক আব্দুস সালাম,
  • ভাষা সৈনিক গাজীউল হক,
  • শহীদ বুদ্বিজীবি ও সাহিত্যিক শহীদুলাহ কায়সার,
  • শহীদ বুদ্বিজীবি, সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান,
  • শহীদ বুদ্বিজীবি ও সাংবাদিক সেলনা পারভীন,
  •   আধুনিক বাঙালি কবি বেলাল চৌধুরী 
  • কবি সামছুন্নাহার মাহমুদ
  • , স্যার এ,এফ রহমান,
  • নাট্যকার ও গবেষক সেলিম আল দীন প্রমুখ।


Related

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো কী কী?

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো :

  • হযরত শাহ সৈয়দ আমির উদ্দীন রঃ (পাগলা বাবার) মাজার ।
  • শতবর্ষী চাঁদগাজী ভুঞাঁ মসজিদ, ছাগলনাইয়া।
  • প্রাচীর সুড়ঙ্গ মঠ, ফুলগাজী।
  • বিলোনিয়া সীমান্ত পোস্ট, পরশুরাম।
  • বিলোনিয়া পুরাতন রেল স্টেশন।



Related

ফেনী জেলার থানা কয়টি?

ফেনী জেলার থানাঃ ৬ টি,

  •  ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা |