ফেনীর পূর্ব, নাম ছিল শমসের নগর। ফেনী শব্দটি ফেনা থেকে ফেনীর উৎপত্তি।কারণ আগে ঐ অঞ্চল ছিল নিম্নভূমিতে প্লাবিত, ফলে প্রচুর কচুরীফেনা থাকত।তাই এই ফেনা থেকে উৎপত্তি এই ফেনী শব্দটি। এছাড়াও আমি আরও কিছু তথ্য দিচ্ছি ফেনীর আয়তন 911 বর্গ কিলোমিটার। 1984 সালে ফেনী বৃহত্তর নোয়াখালী থেকে পৃথক হয়।
ফেনী জেলার উপজেলাঃ ৬ টি
ফেনী জেলার মোট জনসংখাঃ ১৪,৯৬,১৩৮ জন | (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)
* পুরষঃ ৭,২২,৬২৬ জন
* নারীঃ ৭,৭৩,৫১২ জন
* জনসংখ্যার ঘনত্ব ১৪৫১ জন(প্রতি বর্গ কিঃ মিঃ)
দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উলেখ যোগ্য অবদান রয়েছে। ফেনী জেলার বরেণ্য ব্যক্তিদের মধ্যে উলেখযোগ্য কয়েকজনঃ
ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো :
বিলোনিয়া পুরাতন রেল স্টেশন।
ফেনী জেলার থানাঃ ৬ টি,