The Ballpen
বিজয় সিংহ দিঘির প্রাচীন ইতিহাস কী? - theballpen

বিজয় সিংহ দিঘির প্রাচীন ইতিহাস কী?

24th Nov 2022 | ফেনী জেলা |

চারিদিকে উচু পাহাড় ঘেরা এই দিঘি শত বছরের প্রাচীন রুপকথার ইতিহাস বহন করছে। কথিত আছে যে এটি রাজা বিজয় সিংহ এর আমলে রাজার মা কে খুশি করার জন্যে দিঘি টি খনন করেন।

স্থানীয়দের মতে এই দিঘিতে সোনা এবং রুপা থালা ভেসে উঠত। একদিন এক ভিখারীনি এক টা থালা চুরি করার পর থেকে আর এই থালা ভেসে উঠেনা।এখন পর্যন্ত এই দিঘি পুরোপুরি ভাবে সেচ দিতে পারেনি কেউ। এখনো মানুষ দুর দুরান্ত থেকে আসে এই দিঘি তে পবিত্র গোসল এবং পানি পান করার জন্যে।

এই দিঘিতে অনেক বড় মাছ পাওয়া যেত, যার ওজন হতো ৮০-১০০ কিলো। বর্তমানে এটি সর্কারি মালিকানাধীন এবং সর কারি কর্মকর্তাদের বাসভবন আছে এটির উত্তর পাড়ে।

মানুষের আগ্রাসনে এটির পাড় এবং গাছ গুলো মারাত্তক ক্ষয় ও খতির সম্মুখীন হচ্ছে। দিঘিটিতে ছুটির দিন ছাড়াও বিশেষ বিশেষ দিনে অনেক মানুষের সমাগম হয়।





Related

ফেনী জেলার উপজেলা কয়টি?

ফেনী জেলার  উপজেলাঃ ৬ টি

  • ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী,
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা


Related

ফেনী জেলার জনসংখ্যা কত?

ফেনী জেলার মোট জনসংখাঃ ১৪,৯৬,১৩৮ জন | (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)

* পুরষঃ ৭,২২,৬২৬ জন

* নারীঃ ৭,৭৩,৫১২ জন

* জনসংখ্যার ঘনত্ব ১৪৫১ জন(প্রতি বর্গ কিঃ মিঃ)



Related

ফেনী জেলার বিখ্যাত ব্যক্তি কারা?

 দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উলেখ যোগ্য অবদান রয়েছে। ফেনী জেলার বরেণ্য  ব্যক্তিদের মধ্যে উলেখযোগ্য কয়েকজনঃ

  • কবি নবীন চন্দ্র সেন
  • , কবি হাবিবুলাহ বাহার চৌধুরী,
  • ভাষা সৈনিক আব্দুস সালাম,
  • ভাষা সৈনিক গাজীউল হক,
  • শহীদ বুদ্বিজীবি ও সাহিত্যিক শহীদুলাহ কায়সার,
  • শহীদ বুদ্বিজীবি, সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান,
  • শহীদ বুদ্বিজীবি ও সাংবাদিক সেলনা পারভীন,
  •   আধুনিক বাঙালি কবি বেলাল চৌধুরী 
  • কবি সামছুন্নাহার মাহমুদ
  • , স্যার এ,এফ রহমান,
  • নাট্যকার ও গবেষক সেলিম আল দীন প্রমুখ।


Related

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো কী কী?

ফেনী জেলার ঐতিহাসিক স্থানগুলো :

  • হযরত শাহ সৈয়দ আমির উদ্দীন রঃ (পাগলা বাবার) মাজার ।
  • শতবর্ষী চাঁদগাজী ভুঞাঁ মসজিদ, ছাগলনাইয়া।
  • প্রাচীর সুড়ঙ্গ মঠ, ফুলগাজী।
  • বিলোনিয়া সীমান্ত পোস্ট, পরশুরাম।
  • বিলোনিয়া পুরাতন রেল স্টেশন।



Related

ফেনী জেলার থানা কয়টি?

ফেনী জেলার থানাঃ ৬ টি,

  •  ফেনী সদর,
  • ছাগলনাইয়া,
  • সোনাগাজী
  • ফূলগাজী,
  • পরশুরাম,
  • দাগনভূঞা |