The Ballpen
বিপ্লব, যুদ্ধ, সনদ - theballpen

বিপ্লব, যুদ্ধ, সনদ

9th Jan 2023 | বিপ্লব |

 

#কোথায় কি বিপ্লব হয়েছে নাম সহ একনজরেঃ

১। জুঁই (জেসমিন ) বিপ্লব সংগঠিত হয় – তিউনিসিয়ায় (২০১১)
২। শ্বেত বিপ্লব সংগঠিত হয় – ইরানে (১৯৬৩)
৩। ভেলভেট বিপ্লব সংগঠিত হয় –চেকোস্লাভাকিয়া (১৯৮৯)
৪। গোলাপি বিপ্লব সংগঠিত হয় – জর্জিয়া (২০০৩)
৫। কমলা বিপ্লব সংগঠিত হয় – ইউক্রেন (২০০৪)
৬। টিউলিপ বিপ্লব সংগঠিত হয় – কিরগিজস্তান (২০০৫)
৭। সিডার বিপ্লব সংগঠিত হয় –লেবানন(২০০৫)
৮। নীল বিপ্লব সংগঠিত হয় – কুয়েত (২০০৫)
৯। পারপেল বিপ্লব সংগঠিত হয় – ইরাক (২০০৫)
১০। সংস্কৃতিক বিপ্লব - চিন (১৯৬৬)
১১। আগস্ট বিপ্লব - ভিয়েতনাম (১৯৪৫) ।
১২। ফরাসি বিপ্লব - ফ্রান্স ((১৭৮৯–১৭৯৯)
১৩। শিল্প বিপ্লব - ইংল্যান্ড (১৭৮০)
১৪। রুশ বিপ্লব - রাশিয়া (১৯১৭)
১৫ । ইসলামিক বিপ্লব - ইরান (১৯৭৯)
১৬ । আমেরিকান বিপ্লব - যুক্তরাষ্ট্র (১৭৭৬)
১৭ । জার্মান বিপ্লব (১৯১৮) - জার্মান
১৮ । হাঙ্গেরিয়ান বিপ্লব - হাঙ্গেরি (১৯১৯)
১৯। চীন বিপ্লব - চীন(১৯৪৯)
২০। কিউবান বিপ্লব - কিউবা (১৯৫৯)
২১। বলিভারিয়ান বিপ্লব - ভেনিজুয়েলা (১৯৯৮)
২২। অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব - রাশিয়া (১৯১৭)।

১ম বিশ্বযুদ্ধ [সময়কাল ২৮.৭.১৯১৪-১১.১১.১৯১৮] ঃ

অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড-এর হত্যাকে কেন্দ্র করে ১ম বিশ্বযুদ্ধ হল ২৮.৭.১৯১৪ তারিখে। 

#যুদ্ধের পক্ষসমুহঃ
 এক পক্ষে ছিল অক্ষ শক্তি জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া এবং 
#অপর পক্ষে ছিল মিত্র শক্তি ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া ও অন্যান্য মিত্র রাষ্ট্র। মিত্র শক্তির সাথে রাশিয়া যোগ দেয় 1915 সালে ও ইতালি যোগ দেয় 1917 সালে। 
যুদ্ধ শেষ  হয় ১১.১১.১৯১৮
* ফলাফলঃ
অক্ষ শক্তি পরাজিত হয়। অক্ষশক্তি প্রায় 50 লাখ সৈন্য এ যুদ্ধে নিহত হয় এবং ১ কোটি ১০ লক্ষ সৈন্য আহত হয়।অনুমান করা হয় যে, ৪(চার) বছরের এ যুদ্ধে নিহতের সংখ্যা ৮০ লাখ, অক্ষম হয় ৬০ লাখ এবং ১ কোটি ২০ লাখ সৈন্য যুদ্ধে আহত হয়।1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জার্মানি সাম্রাজ্য শক্তিকে আরো খর্ব করে দেয়। 

#মিত্র শক্তির প্রধানগণ হলেনঃ
#রাশিয়া জার- ২য় নিকোলাস, 
#বৃটেন প্রধানমন্ত্রী- লয়েড জর্জ, 
#ফ্রান্স এর পঁয়কার - ২য় উইলিয়াম, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট - উইড্রো উইলসন, 
#১ম বিশ্বযুদ্ধ মিত্র শক্তি সামরিক বাহিনী প্রধান - জেনারেল ফস, 
#১ম বিশ্ব যুদ্ধে আমেরিকা মিত্র শক্তিতে যোগ দেয় - ৬.৪.১৯১৭,
#১ম বিশ্ব যুদ্ধে জার্মান চ্যাঞ্চেলর ছিলেন - বিসমার্ক, 
#১ম বিশ্ব যুদ্ধে ইতালি প্রধানমন্ত্রী ছিলেন - বিটোরিও আর্লাণ্ডো, 
#১ম বিশ্ব যুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১১.১১.১৯১৮
#১ম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি  স্বাক্ষরিত হয়-১১.১১.১৯১৮ প্যারিস, ফ্রান্স (প্যারিস শান্তি চুক্তি), 
♦১ম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি  স্বাক্ষরিত হয়- জার্মান ও মিত্র শক্তি, 
♦১ম বিশ্ব যুদ্ধে জার্মান ও ইংল্যান্ড এর মধ্যে সংঘটিত নৌ-যুদ্ধকে বলে - জাটল্যাণ্ড যুদ্ধ, 
♦২য় ভার্সাই চুক্তি 28.7.1919, ভার্সাই, ফ্রান্স, উদ্দেশ্য ♦১ম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি বাহিনীর শাস্তি প্রদান ও ক্ষতিপূরণ আদায়, 

#২য় বিশ্বযুদ্ধ(1.9.1939-6.5.1945) নিয়ে একনজরেঃ

1919 সালে অযৌক্তিক ভার্সাই চুক্তি, ফ্রান্সের অসৌজন্য আচরণ জার্মানিতে নাৎসী পার্টির আবির্ভাব, ভার্সাই চুক্তিতে ইতালির অসন্তোষ্টি জাপানের সম্প্রসারন নীতি এবং ইংল্যান্ড ও ফ্রান্স-এর সাম্রাজ্যবাদী মনোভাবের কারনে এ যুদ্ধ হয়। 

# যুদ্ধের পক্ষ সমূহঃ
#অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি - জার্মানি,  ইতালি, জাপান, 
♦মিত্র শক্তি - বৃটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র পোল্যান্ড ও বেনেলাক্স (বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ),

♦২য় বিশ্বযুদ্ধের ফলাফলঃ 

হিটলারের অপরিসীম রাজ্যলিপ্সা ও ক্ষমতার উদ্ধতাই এ যুদ্ধের ডেকে আনে। প্রথমদিকে অক্ষশক্তি সমুহের প্রভূত সাফল্য ঘটলেও শেষে জার্মানি, ইতালি ও জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জার্মানির পতনের খবর পেয়ে হিটলার তাঁর সদর দপ্তর বার্লিনে 30.9.1945 আত্মহত্যা করেন। 
♦২য় বিশ্ব যুদ্ধের পিতৃভূমি বলা হয়- রাশিয়াকে,
♦২য় বিশ্ব যুদ্ধের সময় অক্ষ শক্তি প্রধানগণ-
♦এডলফ হিটলার - জার্মানি নেতা, 
♦মুসোলিনী - ইতালি নেতা, 
♦ হিরোহিতো - জাপান সম্রাট

♦ মিত্র শক্তি প্রধানগণ হলেনঃ

♥যোশেফ স্টালিন - রাশিয়া প্রেসিডেন্ট,
♦রুজভেল্ট ও হেনরি ট্রুম্যান-আমেরিকা প্রেসিডেন্ট,
♦ উইনস্টন চার্চিল - বৃটেন প্রধানপ্রধানমন্ত্রী,
♦ ২য় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকা সরাসরি যোগ দেয় -7.12.1941,
♦২য় বিশ্ব যুদ্ধের সময় মিত্র বাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে - 6.5.1945,
♦জাপান পাল হারবার আক্রমণ করে-7.12.1941,
♦ ২য় বিশ্ব যুদ্ধ আনুষ্ঠানিক সমাপ্তি হয়- 14.8.1945,
♦যুক্তরাষ্ট্র হিরোশিমা, জাপানে এটম বোমা ফেলে-6.8.45,
♦যুক্তরাষ্ট্র নাগাশাকি, জাপানে এটম বোমা ফেলে-9.8.45,
♦২য় বিশ্ব যুদ্ধের সময় ইরান সমর্থন দেয় - জার্মানিকে, 
♦ 6 ও 9 আগস্ট, 1945 হিরোশিমা ও নাগাশাকিতে বোমা ফেলার নির্দেশ দেয়- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, 
♦২য় বিশ্ব যুদ্ধের সময় মরুভুমিতে যুদ্ধ করে  'ডেজার্ট ব্যাট খেতাব পান - জেনারেল মন্টোগোমারী, বৃটেন, 

♦২য় বিশ্ব যুদ্ধের সমর নায়কগণঃ

♦জেনারেল আইসেন হাওয়ান(যুক্তরাষ্ট্র),- যুক্তরাষ্ট্র,
♦জেনারেল লিসোমো স্টালিন- রাশিয়া, 
♦ ফিল্ড মার্শাল রোমেল- জার্মানি, 
♦জেনারেল মন্টোগোমারী- বৃটেন, 

#চুক্তি, সনদ ও সম্মেলনঃ

১.প্রথম ভার্সাই সন্ধি -- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ১৭৮০ ।
২.দ্বিতীয় ভার্সাই সন্ধি -- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী, ১৯১৯।
৩.আটলান্টিক সনদ -- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য – ১৯৪১ ।
৪.এ্যান্টার্কটিকা চুক্তি -- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স।
৫.প্যারিস চুক্তি -- ফ্যান্স ও ব্রিটেন, ১৮১৪ ।
৬.তাসখন্দ চুক্তি -- ভারত ও পাকিস্তান, ১০ জানুয়ারী, ১৯৬৬ ♦♦♦
৭.জর্ডান-ইসরাইল শান্তি চুক্তি -- জর্ডান ও ইসরাইল, ২৬ অক্টোবর, ১৯৯৪ ♦♦
৮.বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি -- বাংলাদেশ ও ভারত, ১৯ মার্চ, ১৯৭২ ♦♦♦
৯.ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি -- ভারত ও সোভিয়েত ইউনিয়ন, ৯ আগস্ট, ১৯৭১।
১০.সিমলা চুক্তি -- ভারত ও পাকিস্তান, ৩ জুলাই, ১৯৭২♦♦♦
১১.প্যারিস শান্তি চুক্তি -- যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম, ১৯৭৩
১২.ক্যাম্প ডেভিড চুক্তি -- ইসরাইল ও মিশর, 
১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ ♦♦
১৩.ভারত-শ্রিলংকা শান্তি চুক্তি -- ভারত ও শ্রিলংকা, ২৯ জুলাই, ১৯৮৭।
১৪.ডেটন চুক্তি --বসনিয়া হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া ও সার্বিয়া, ২১ নভেম্বর, ১৯৯৫♦♦
১৫.ম্যাসট্রিচট চুক্তি -- ইউরোপীয় ইউনিয়ন, ১৯৯২।
১৬.জেনেভা কনভেনশন -- ১২ আগষ্ট, ১৯৪৯♦♦
১৭.জেনেভা চুক্তি -- ভিয়েতনাম ও ফ্রান্স, ২০ জুলাই, ১৯৫৪।
১৮.মলোটভ রিবেন থ্রোপ -- স্ট্যালিন ও হিটলার, ১৯৩৯।
১৯.হাভানা সনদ -- ৫৪ টি দেশ, ১৯৫৭।
আনজুস চুক্তি -- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র, ১৯৫১।
২০.এনপিটি চুক্তি -- ১৭০ টি দেশ, ১৯৬৮।
২১.সিটিবিটি চুক্তি -- ৫টি শক্তিধর রাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬♦♦♦
২২.সল্ট-১ -- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, ২৭ মে, ১৯৭২ ।
২৩.সল্ট-২ -- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, ১৮ জুন, ১৯৭৯ ♦♦
২৪.স্টার্ট-২ -- যুক্তরাষ্ট্র ও রাশিয়া, ৩ জানুয়ারী, ১৯৯৩।
২৫.মহাশূন্য চুক্তি -- প্রায় ১০০ টি দেশ, ১০ অক্টোবর, ১৯৬৭ 
২৬.নাফটা চুক্তি -- যুক্তরাষ্ট্র ও কানাডা, ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ ।
২৭.নানকিং চুক্তি -- ব্রিটেন ও চীন, ১৮৪২ ♦♦♦
২৮.ডেটন চুক্তির ফলাফল -- বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান ।
২৯.ডেটন কি -- ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র ।
৩০.তাসখন্দ চুক্তির লক্ষ্য ছিল -- ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ।
৩১.আটলান্টিক সনদের মূল লক্ষ্য ছিল -- দ্বিতীয় ৩২.বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা ।
৩৩.আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন -- ফ্রাংকলিন রুজভেল্ট ♦÷♦
৩৪.আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষরকরেন -- উইনস্টর চার্চিল ♦
৩৫.প্যারিস শান্তি চুক্তির ফলাফল -- ভিয়েতনাম যুদ্ধের অবসান ।
৩৬.জেনেভা চুক্তির ফলাফল -- ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন ।
৩৭.জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ -- ৫টি♦♦
৩৮.জেনেভা বনভেনশনের লক্ষ্য -- যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।
৩৯.সিমলা চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন -- শ্রীমতি ইন্দিরা গান্ধী ।
৪০.সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন -- জুলফিকার আলী ভুট্টা ।
৪১.শিমলা চুক্তির উদ্দেশ্য -- প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।
৪২.শিমলা কোথায় অবস্থিত – ভারতে ।
৪৩.ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় -- ১৯৯২ সালে ।
৪৪.ম্যাসট্রিচট চুক্তি অনুমোদিত হয় -- ২১ মে, ১৯৯৩ ।
৪৫.ম্যাসট্রিচট চুক্তির প্রত্যক্ষ ফল -- অভিন্ন ইউরো মুদ্রা চালূ ♦♦
৪৬.ম্যাসট্রিচট অবস্থিত – নেদারল্যান্ডে ।
৪৭.ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন -- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।
৪৮.ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল -- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন ।
৪৯.ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া ছিল -- মিশরকে আরবলীগ ও ওআই সি থেকে বহিস্কার।
৫০.ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত – যুক্তরাষ্ট্রে ।
৫১.হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি -- বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা ।
৫২.হাভানা সনদে স্বাক্ষর করে -- ৫টি দেশ ।
৫৩.এনপিটি চুক্তির উদ্দেশ্য -- পারমানবিক অস্ত্র বিস্তার রোধ ।
৫৪.এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয় -- ১৯৬৮ সালে ।
৫৫.এনপিটি চুক্তি কবে কার্যকর হয় -- ১৯৭০ সালে।
৫৬.এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে -১৭০ টি।
৫৭.কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয় -- চেনজেন চুক্তি ।
৫৮.আমেরিকার ‘স্বাধীনতা চুক্তিটি’ পরিচিত -- প্রথম ভার্সাই চুক্তি ♦♦♦
৫৯.প্রথম ভার্সাই চুক্তির ফলাফল ছিল -- আমেরিকার স্বাধীনতা অর্জন।
৬০.দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল -- জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা ♦
৬১.দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল ছিল -- জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয় ♦♦
৬২.ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে -- নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)।
৬৩.সিটিবিটি চুক্তির লক্ষ্য ছিল -- পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ ।
৬৪.সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে – ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
৬৫.সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে – অস্ট্রেলিয়া ।
৬৬.সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয় -- ১৫৮ টি দেশ ।
৬৭.সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয় -- ৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত ।
৬৮.লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে -- ৬ জানুয়ারী, ২০০৪ ।
৬৯.বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লি অধিকারী দেশ -- ৪৪ টি ।
৭০.বৃহৎ শক্তিধর ৫টি দেশ সিটিবিটি-তে স্বাক্ষর করে -- ২৪ সেপ্টম্বর, ১৯৯৬ ।
৭১.এখনও সিটিবিটি অনুমোদন করেনি -- রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন ।
৭২.উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় -- ১০ জুলাই, ১৯৯৮।
৭৩.‘স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি’ কার্যকর হয় --১৯৯৯ সাল 
৭৪.‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয় --২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)।
৭৫.‘নিরাপদ করিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয় -- ৫ অক্টোবর, ১৯৯৯ ♦
৭৬.‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো -- স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ।
৭৭.‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয় --১৯৩৯ সালে ।
৭৮.আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় -- অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড ।
৭৯.আনজুস চুক্তি কবে স্বাক্ষরিতহয় -- ১৪ সেপ্টম্বর, ১৯৫১ ।
৮০.আনজুস চুক্তি উদ্দেশ্য -- প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ।
৮১.ইরান-রাশিয়া পারমানবিক চুক্তি স্বাক্ষর করে -- ২৫ ডিসেম্বর, ২০০২ ।
৮২.ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে -- ভারত ও ইসরাইল।
৮৩.ফ্যালকন চুক্তি হলো -- ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি ।
৮৪.এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয় -- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স ।
এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য -- এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা ।
৮৫.সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য -- এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকর ।
৮৬.সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য -- আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ ।
৮৭.নান কিং চুক্তি উদ্দেশ্য ও ফলাফল -- ব্রিটেন চীনের নিকট থেকে হংকং লাভ ।
৮৮.চীন কেন নান কিং চুক্তি কবতে বাধ্য হয় -- অহিফেনের(১৮৪০-’৪২) যুদ্ধে পরাজিত হয়ে ।
৮৯.স্ট্যার্ট-টু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয় -- ৩ জানুয়ারী, ১৯৯৩ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া)।
৯০.স্ট্যার্ট-টু চুক্তিটির উদ্দেশ্য -- পারমানবিক ক্ষেপনাস্ত্র হ্রাসকরণ ।
৯১.ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য -- ২৫ বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা।
৯২.ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় -- নয়াদিল্লী, ভারত ।
৯৩.ইরাক-ইরান যুদ্ধ বিরতি চুক্তি কবে স্বক্ষরিত হয় -- ২০ সেপ্টম্বর, ১৯৮৮ ।

#স্নায়ুযুদ্ধ কি ?

স্নায়ুযুদ্ধ মূলত দুটি দেশের ভিন্ন বিশ্বাস আর মতাদর্শের সংঘর্ষ.স্নায়ুযুদ্ধ শব্দটি ১৯৪৫ থেকে ১৯৯০ সাল
পর্যন্ত আমেরিকা এবং সোভিয়েতইউনিয়নের মধ্যে কুটনৈতিক ও সামরিকসম্পর্ক বর্ণনা করতে ব্যবহার করা হতো।এই দুটি দেশ কখনো একে অপরের
সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি,কিন্তু এই দীর্ঘ সময় তারা নিজ নিজ রাষ্ট্রের আদর্শ স্থাপনের জন্য
পরোক্ষভাবে লড়াই করে গেছেন নানা রকম হুমকি, সামরিক শক্তি বৃদ্ধি,গোয়েন্দা তত্পরতা, মহাকাশ গবেষণা,আর বিভিন্নদেশে নিজ নিজ আদর্শ
স্থাপনার নামে কুটনৈতিক ও সামরিকহস্তক্ষেপ প্রভাবিত করে. স্নায়ু যুদ্ধ রক্তক্ষয়ী নয়, এই
যুদ্ধে কখনো শান্তি সম্ভাবনা ভেস্তে যায়
না, আর দুটি দেশের সৈন্যবাহিনী পকৃত যুদ্ধে জড়িয়ে না পরে সবসময় একটা স্নায়ু চাপেরমাঝে থেকে একে অপরকে পাহারা দেয় আর সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে.মার্কিন সোভিয়েত স্নায়ু যুদ্ধের সময়
বিশ্ব স্পষ্টত বিরোধিতা পূর্ণ দুটি ব্লক এ বিভক্ত ছিল এবং দুটো ব্লকের আন্তর্জাতিক সম্পর্ক একটি জটিল
প্যাটার্ন সামঞ্জস্য লড়াই আর অবিশ্বাস নিয়ে থাকত সবসময়.
নিরপেক্ষ ইতিহাসবিশেষজ্ঞরা স্নাযুযুধের জন্য মূলত
সোভিয়েত ইউনিয়নের ইউরোপেরমধ্যে নিজের সামরিক, আদর্শিক আর অর্থনৈতিক অবস্থান বিস্তার আর সরাসরি অন্য দেশে সোভিযেত সামরিঅবস্থানকে দায়ী করে থাকে। ৯০ এর দশকের ইস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশে কমুনিসম এর পতন, বার্লিন ওয়াল
ধংশ, আর সবশেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর আপাতত বিশ্বে আর
স্নায়ুযুদ্ধ নেই ।

#সোভিয়েত ইউনিয়নের পতন' নিয়ে একনজরেঃ

'সোভিয়েত ইউনিয়নের পতন' আনুষ্ঠানিকভাবে ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর, সোভিয়েত ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতিতে ঘোষণা নং ১৪২-হ[১] হিসাবে জারি করা হয়। ফলে পতনের পর ১২টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে, "স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল" নামক ১টি অবিভক্ত অর্থনৈতিক ও আঞ্চলিক সংগঠন তৈরি হয়।

সোভিয়েত ইউনিয়ন ১৫টি স্বাধীন প্রজাতন্ত্রে প্রসূতঃ ১.  আজারবাইজান, ২.  আর্মেনিয়া, ৩.  ইউক্রেন, ৪.  এস্তোনিয়া, ৫.  উজবেকিস্তান, ৬.  কাজাখস্তান, ৭.  কিরগিজিস্তান, ৮.  জর্জিয়া, ৯.  তাজিকিস্তান, ১০.   তুর্কমেনিস্তান, ১১.  বেলারুশ, ১২.  মলদোভা, ১৩.   রাশিয়া, ১৪.  লাতভিয়া, ১৫.  লিথুয়ানিয়া
ঘোষণাটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের স্বাধীনতা স্বীকার করে এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) তৈরি করে, যদিও স্বাক্ষরকারীরা পাঁচটি পরে এটি অনুমোদন করেছিল বা তা সবই করে নি। সোভিয়েত ইউনিয়নের অষ্টম ও চূড়ান্ত নেতা সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেছেন, তার অফিস বিলুপ্ত ঘোষণা করেছেন এবং সোভিয়েত পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কোডগুলি নিয়ন্ত্রণসহ - রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিনের কাছে হস্তান্তর করেছেন। ৭:২৩ এ যে সন্ধ্যায় সোভিয়েত পতাকা শেষ সময় ক্রেমলিনের কাছ থেকে নেমে এসেছিল এবং বিপ্লবী রাশিয়ার প্রাক্তন পতাকায় প্রতিস্থাপিত হয়েছিল।

পূর্বে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, সমস্ত স্বতন্ত্র প্রজাতন্ত্র, রাশিয়ায় সহ, ইউনিয়ন থেকে সরে যায়। ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তিের এক সপ্তাহ আগে, ১১ প্রজাতন্ত্রের স্বাক্ষরিত আলম-আতা প্রোটোকল আনুষ্ঠানিকভাবে সিআইএস প্রতিষ্ঠা করে এবং ঘোষণা করে যে সোভিয়েত ইউনিয়ন অস্তিত্ব অব্যাহত রয়েছে। [৩] [৪] ১৯৮৯ সালের বিপ্লব এবং ইউএসএসআর বিলোপের উভয়ই (রাশিয়ান: ক্রান্তিলস সিসিএস) এছাড়াও কোল্ড ওয়ারের শেষ ইঙ্গিত দেয়।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বেশ কয়েকটি রাশিয়ান ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং স্বাধীন ও কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, ইউরেশীয় ইকনমিক কমিউনিটি, ইউনিয়ন স্টেট, ইউরেশীয় কাস্টমস ইউনিয়ন এবং ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের মতো বহুজাতিক সংস্থা গঠন করেছে যা অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে। । অন্য দিকে, শুধুমাত্র বাল্টিক রাষ্ট্র ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে।

#লেগাসি

২০১৪ সালের জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ নাগরিক সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দুঃখ প্রকাশ করেছেন, আর ৩০ শতাংশ বলেছে তারা তা করেনি। বয়স্ক মানুষ ছোট রাশিয়ানদের তুলনায় আরো নস্টালজিকপ্রবণ। ইউক্রেনের ৫০% উত্তরদাতারা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে অনুরূপ একটি জরিপে অংশগ্রহণ করে বলেছে তারা সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতা অনুভব করে। ২০০৫ সালের ২৫ জানুয়ারি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন লেনিনকে এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য স্বতন্ত্র প্রজাতন্ত্রের 'রাজনৈতিক সেকেন্ডের অধিকার' সম্পর্কে তার বক্তব্যকে দায়ী করেছিলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে সোভিয়েত রাষ্ট্র ও পূর্ব পূর্ব ব্লকের জীবনযাত্রার মানসিক বিপর্যয়ের একটি গুরুতর অর্থনৈতিক সংকট ও বিপর্যয়কর পতন ঘটে যা গ্রেট ডিপ্রেসনের চেয়েও খারাপ ছিল। দারিদ্র্য এবং অর্থনৈতিক বৈষম্য বেড়েছে; ১৯৮৮/১৯৮৯ এবং ১৯৯৩/১৯৯৫ সালের মধ্যে, প্রাক্তন সমাজতান্ত্রিক দেশগুলির গড়ের গড় সংখ্যা ৯ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া এর আর্থিক সংকট এমনকি ১৯৯৮ এর আগে, রাশিয়ার জিডিপি ১৯৯০ সালের প্রথম দিকে এটি ছিল অর্ধেক।

#জাতিসংঘের সদস্যপদঃ

২৪ শে ডিসেম্বর, ১৯৯১ তারিখে, রাশিয়ান ফেডারেশনের সভাপতি বরিস ইয়েলটসিন, জাতিসংঘের মহাসচিবকে সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য জাতিসংঘের সংস্থায় সোভিয়েত ইউনিয়নের সদস্যপদ রশিদ ফেডারেশনের কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর ১১ সদস্য দেশগুলির সমর্থন। তবে, বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ইতোমধ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের সাথে যৌথভাবে মূল সদস্য হিসাবে যুক্ত হয়েছেন। স্বাধীনতা ঘোষণার পর, ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ২৪ আগস্ট, ১৯৯১ সালের ২১ আগস্ট ইউক্রেনকে বদলে দেয় এবং ১৯ সেপ্টেম্বর, ১৯৯১ সালে বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র জাতিসংঘকে জানায় যে এটির নাম বেলারুশ প্রজাতন্ত্রের বদলে দিয়েছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে প্রতিষ্ঠিত অন্যান্য বারো স্বাধীন রাষ্ট্রগুলি জাতিসংঘে ভর্তি হয়েছিল:   

*সেপ্টেম্বর ১৭, ১৯৯১: এস্তোনিয়া, লাতভিয়া, এবং লিথুনিয়া  

*  ২ মার্চ ১৯৯২: আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, মোল্দাভিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান   

*  জুলাই ৩১, ১৯৯২: জর্জিয়া

#ইতিহাসবিদ্যায় সোভিয়েত পতনের ব্যাখ্যাঃ

সোভিয়েত বিপ্লবের ইতিহাসে প্রায় দুই ভাগে বিভক্ত করা যেতে পারেঃ ইচ্ছাকৃতভাবে এবং কাঠামোগতভাবে 
ইন্ট্যানটেন্যালিস্ট অ্যাকাউন্টের প্রতিবাদ করে যে সোভিয়েত পতন অনিবার্য নয়, এবং নির্দিষ্ট ব্যক্তিদের (সাধারণত, গর্বাচেভ এবং ইয়েলসিন) নীতি ও সিদ্ধান্তের ফলে ঘটেছে। ইচ্ছাকৃতভাবে লেখার একটি চরিত্রগত উদাহরণ ঐতিহাসিক আর্কি ব্রাউনের গর্বাচেভ ফ্যাক্টর, যা যুক্তি দেয় যে সোভিয়েত রাজনীতিতে গর্বাচেভ প্রধান বাহিনী ছিল কমপক্ষে ১৯৮৫-১৯৮৮; এমনকি পরবর্তীতে, তিনি 'ঘটনাবলী দ্বারা পরিচালিত' হওয়ার বিরোধিতায় রাজনৈতিক সংস্কার ও উন্নয়নে নেতৃত্ব দেন। রাজনৈতিক বিজ্ঞানী জর্জ ব্রেসলুয়ার দ্বিতীয়বারের মত গর্বাচেভকে "ঘটনাবলী" হিসেবে চিহ্নিত করার মাধ্যমে, perestroika এবং glasnost, বাজারের উদ্যোগ এবং বিদেশী নীতির অবস্থানের নীতির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য ছিল। সামান্য ভিন্ন প্রান্তে, ডেভিড কোটজ এবং ফ্রেড ওয়াইয়ার দাবী করেছেন যে সোভিয়েত এলিট জাতীয়তাবাদ ও পুঁজিবাদের উভয় ক্ষেত্রেই প্রাণবন্ত ছিলেন, যার ফলে তারা ব্যক্তিগতভাবে উপকৃত হতো (এই পোস্টের উচ্চতর অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে তাদের বর্তমান উপস্থিতি - সোভিয়েত প্রজাতন্ত্র)। বিপরীতক্রমে, কাঠামোগত অ্যাকাউন্টগুলি আরও নির্ণয়মূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যার মধ্যে সোভিয়েত বিপ্লব গভীরভাবে স্থায়ী কাঠামোগত সমস্যাগুলির একটি ফলাফল ছিল, যা একটি 'সময় বোমা' রোপণ করেছিল। উদাহরণস্বরূপ, স্টিফেন ওয়াকার যুক্তি দিয়েছেন যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলি ইউনিয়ন স্তরে ক্ষমতাপ্রাপ্ত হয়, অর্থনৈতিক আধুনিকায়নের একটি সাংস্কৃতিকভাবে অস্থিতিশীল রূপের মুখোমুখি হয় এবং রাশিয়ার একটি নির্দিষ্ট পরিমাণে আধিপত্য লাভ করে, একই সময়ে তারা বিভিন্ন নীতিমালার দ্বারা জোরদার হয় সোভিয়েত শাসনের মাধ্যমে (যেমন নেতৃত্বের স্বায়ত্তশাসন, স্থানীয় ভাষাগুলি সমর্থন ইত্যাদি) - যা সময়ের সাথে সাথে সচেতন জাতি তৈরি করে। তাছাড়া সোভিয়েত ইউনিয়ন ফেডারেশনের ব্যবস্থার মৌলিক বৈধকরণের কাহিনী - এটি স্বজাতির একটি স্বেচ্ছাসেবী এবং পারস্পরিক মিলন - স্বতন্ত্রতা / স্বাধীনতার চ্যালেঞ্জ হ'ল। ২০০৫ সালের ২৫ জানুয়ারি, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত প্রজাতন্ত্রের "বিলম্ব-কর্ম বোমা" জন্য বিচ্ছিন্নতা অধিকারের লেনিন এর সমর্থন কল, এই দৃশ্য সমর্থন করে 

#বার্লিন প্রাচীর নিয়ে একনজরেঃ

বার্লিন প্রাচীর (জার্মান: Berliner Mauer, উচ্চারণ [bɛʁˈliːnɐ ˈmaʊ̯ɐ] (এই শব্দ সম্পর্কেশুনুন)) ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল।[১] জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়।
১৩ আগস্ট ১৯৬১ সাল থেকে শুরু করে ১৯৮৯ সালের নভেম্বরে[২] পূর্ব জার্মান কর্মকর্তাদের নির্দেশে এটি ভেঙে না ফেলা পর্যন্ত, প্রাচীরটি (ভৌগলিকভাবে) সুদীর্ঘ ২৮ বছর ধরে পার্শ্ববর্তী পূর্ব জার্মানি থেকে পূর্ব বার্লিন সহ, পশ্চিম বার্লিনের মধ্যে সীমানা প্রাচীর হিসেবে অবস্থান করছিল।

প্রচীরটির পতন আনুষ্ঠানিকভাবে ১৩ জুন ১৯৯০ থেকে শুরু করে ১৯৯২ সালের মধ্যে সমাপ্ত হয়েছিল।[১][৩] সরকারি হিসেব অনুযায়ী এ সময়কালে প্রাচীর টপকে পশ্চিম বার্লিন যাবার চেষ্টাকালে ১২৫ জন প্রাণ হারান।[৪] বেসরকারী হিসাবে এ সংখ্যা প্রায় ২০০।[৫] সদ্য প্রকাশিত দলিলে দেখা যায় কমিউনিস্ট সরকার পক্ষত্যাগকারীদের গুলি করার নির্দেশ দিয়ে রেখেছিল। যদিও পূর্ব জার্মান সরকার সবসময় এটা অস্বীকার করে আসছিল।[৬]

কয়েক সপ্তাহের জনঅসন্তোষের পর ৯ নভেম্বর, ১৯৮৯ পূর্ব জার্মান সরকার পশ্চিম বার্লিনে যাবার অনুমতি দেবার সিদ্ধান্ত নেয়। হাজার হাজার উৎসুক জনতা প্রাচীর টপকে পশ্চিম পাশে যেতে থাকে। পশ্চিম প্রান্তে উৎসবমুখর পরিবেশে তাদের স্বাগত জানানো হয়। কয়েক সপ্তাহের মধ্যে স্যুভেনির সংগ্রাহকরা প্রাচীরটির কিছু অংশ ভেঙে ফেলে। পরে আনুষ্ঠানিকভাবে পুরো প্রাচীর সরিয়ে নেয়া হয়। বার্লিন প্রাচীর খুলে দেয়ার ঘটনা দুই জার্মানির পুনঃএকত্রীকরণের পথ প্রশস্ত করে দেয়, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে ১৯৯০ সালের ৩ অক্টোবর।





Related

ফরাসি বিপ্লব কত সালে হয়?

ফরাসি বিপ্লব হয় মে ৫, ১৭৮৯ সালে।

 



Related

ফরাসি বিপ্লবের জনক কে?

ফরাসি বিপ্লবের জনক বলা হয় দার্শনিক রুশোকে।

রোবসপীয়র ছিলেন এ বিপ্লবের নেতা।



Related

ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। 



Related

ফরাসি বিপ্লবের স্লোগান বা মূলমন্ত্র কী ছিল?

ফরাসি বিপ্লবের স্লোগান বা মূলমন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।​​​​



Related

ফরাসি বিপ্লবের পটভূমি কী ছিল?

ফরাসি বিপ্লবের পটভূমি

রাজনৈতিক অবস্থাঃ

আমলাতান্ত্রিক জটিলতাঃ

ধর্মীয় অবস্থাঃ

অর্থনৈতিক অবস্থাঃ

সামাজিক অবস্থাঃ

উপনিবেশঃ

সংস্কৃতিঃ

স্বৈরাচারী রাজতন্ত্রঃ এই বিপ্লবের রাজতন্ত্র ছিল স্বৈরাচারী ও কেন্দ্রীভূত। ফরাসি সম্রাট ক্রায়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল রিশল‍্যুর আমলে যে স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব হয়েছিল তা মূলত অষ্টদশ শতাব্দীতে ষোড়শ লুইয়ের শাসনকালে  অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে ।

ষোড়শ লুই একজন দুর্বল শাসক থাকার কারণে তিনি সিংহাসনে আরোহন করার পর আরও সমস্যা হয়ে ওঠে। এর কারণেই রাজপ্রতিনিধি ইন্টেন্ডেন্টেদের সীমাহীন ক্ষমতা ত্বরান্বিত হয়েছিল। যার ফলস্বরূপ সাধারণ মানুষ তাদের অর্থলোলুপ নেকড়ে নামে অভিহিত করেছিল।

আইন ব্যবস্থাঃ এই সময় ফ্রান্সের আইন বিধিও ছিল ত্রুটিপূর্ণ। সমগ্র দেশের জন্য কোন বিধিবদ্ধ আইন দেখা যায়নি। বিভিন্ন প্রদেশের ভিন্ন ভিন্ন আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিল। অনেক সময় রাজার আদেশ বা অনুশাসন আইনি হিসেবেই গণ্য করা হত।

বিচার ব্যবস্থাঃ এই সময় এক প্রকার দুর্নীতিগ্রস্ত। আবার লেএ-দ‍্য-ক‍্যাশে নামক গ্রেফতারি পরোয়ানা দ্বারা যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত। আবার লেএ দ‍্য গ্ৰেস গাড়ির মাধ্যমে অভিযুক্ত যে কোন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হত।

ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণঃ
কেবল রাজনৈতিক কারণই নয় অর্থনৈতিক কারণও নিরশনে সরকারের ব্যর্থতাও বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। প্রশাসনিক ব‍্যয় অত্যাধিক মাত্রায় ছাড়িয়েছিল। এই ধরনের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে অ্যাডাম স্মিথ তার তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস -এ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে চিহ্নিত করেছেন।

  • করব্যবস্থাঃ ফরাসি রাষ্ট্রের কর ব্যবস্থা ছিল ভ্রান্ত। যাজক ও অভিজাতকদের তদারূপ কোন কর দিতে হতো না কিন্তু এরাই ছিল সর্বাধিক সুবিধাভোগী শ্রেণীর মানুষ। এক সময় দেখা যায় জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার সাথে সাথে সরকারি আয়ও কমে যায় । সুতরাং ঘাটতিপূরণের একমাত্র উপায় ছিল সুবিধাভোগী শ্রেণীর রাজস্ব সংক্রান্ত সুযোগ-সুবিধা বিলোপ করা।

অর্থনৈতিক সংস্কারের ভিতর দিয়ে এই কাজটি করার চেষ্টা করেন রাজা ষোড়শ লুই। কিন্তু নিজেদের সুযোগসুবিধা বজায় রাখার জন্য অভিজাতরা তীব্র আন্দোলনে লিপ্ত হয়। এই আন্দোলনকে কোন কোন ঐতিহাসিক অভিজাত বিদ্রোহ বলেছেন।

  • করভিঃ সামন্ততান্ত্রিক আইন অনুসারে সামন্তপ্রভু অনেক প্রকার ভেট পাওয়ার অধিকারী ছিলেন। সামন্ততান্ত্রিক রীতি অনুসারে তিনি সামাজিক সম্মান লাভের পাশাপাশি কৃষকদের দিয়ে নানা পোকার কাজ করিয়ে নিতো যেমন গম ভাঙানো, খাদ্য প্রস্তুত, রাস্তাঘাট নির্মাণ, দুর্গ নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য করা হতো কৃষকদের।

ফরাসি বিপ্লবের সামাজিক কারণঃ
বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ভিন্ন ভিন্ন তিনটে সম্প্রদায়ে বিভক্ত ছিল। যাজক, অভিজাত এবং এই দুই শ্রেণী ছাড়াও অন্যান্য ফরাসি জনগণ।

  • প্রথম সম্প্রদায়ঃ ফ্রান্সের প্রথম সম্প্রদায় বা যাজকরা ছিলেন অধিক সুবিধাভোগী শ্রেণীর মানুষ। এদের কোন উপকার কর দিতে হতো না। সমগ্র জনসংখ্যার 1% ছিল যাজক শ্রেণী, এদের দুটি ভাগ ছিল উচ্চ যাজক সম্প্রদায় নিম্ন যাজক সম্প্রদায়।

 

  • দ্বিতীয় সম্প্রদায়ঃ রাজা বা রানির আত্মীয়পরিস্বজন এবং উচ্চ বংশীয় ব্যক্তিরা অভিজাত হিসেবে গণ্য হত। অভিজাতরা ছিলেন সুবিধাভোগী শ্রেণীর মানুষ এদের সংখ্যা ছিল 3-4 লক্ষ মত।
  • তৃতীয় সম্প্রদায়ঃ উপরের ক্ষমতাবান দুই সম্প্রদায় ছাড়া অন্যান্য জনসাধারণ ছিল ক্ষমতাহীন। এদের অন্তর্গত ছিল বুর্জোয়া, কৃষক, শ্রমজীবী মানুষ। দেশের মোট জনসংখ্যার ৬৭% ছিল কৃষিজীবি। ফরাসি সম্প্রদায়ের শ্রমজীবী সম্প্রদায়ের অন্তর্গত ছিল দিনমজুর, কানখানা শ্রমিক, কারিগর, মালি, কাঠুরে, রাজমিস্ত্রি,জেলে প্রভৃতি।

ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার নৈপত্রে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। অলওয়েন হাফটন, সাইমন, শামা প্রমুখ মনে করেন দার্শনিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি বুদ্ধিজীবীরা গণমুখী, নাটক, সাহিত্য, চিত্রকলা সৃষ্টি করেছিলেন।

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. ফরাসি বিপ্লবের জননী বলা হয় কাকে ?
উ: ফ্রান্সের প্যারিস শহরকে

2. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল কোনটি ?
উ: স্বাধীনতা, সাম্য ও মৈত্রী

3. ফরাসি বিপ্লব কবে হয়েছিল ?
উ: 1789 সালে 5 ই মে

4. ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় ?
জাঁ জেকুইস রুশো কে।

5. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা রূপে নিযুক্ত ছিলেন কে ?
উ: ষোড়শ লুই