সাতক্ষীরা জেলায় স্বাস্থ্য ব্যবস্থা গুলো হলো:
০১ | সাতক্ষীরা সদর হাসপাতাল |
০২ | সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল |
০৩ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর, দেবহাটা |
০৪ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর |
০৫ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া |
০৬ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালা |
০৭ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি |
০৮ | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কালিগঞ্জ |
০১ | আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক |
০২ | বুশরা হাসপাতাল |
০৩ | কেয়ার ক্লিনিক |
০৪ | সিবি হাসপাতাল লিমিটেড। |
০৫ | সিটি ক্লিনিক |
০৬ | ডক্টরস্ ল্যাব অ্যান্ড হসপিটাল (প্রা।) লিমিটেড |
০৭ | ডাঃ মাহতাবউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল |
০৮ | ফারহান ক্লিনিক |
০৯ | গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা |
১০ | হার্ট ফাউন্ডেশন এবং ইনটেনসিভ কেয়ার হসপিটাল |
১১ | ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি। |
১২ | ঝাউডাঙ্গা পাইলস এবং সার্জিকাল ক্লিনিক |
১৩ | নাজমুন ক্লিনিক |
১৪ | সংগ্রাম মেডিকেল হাসপাতাল (প্রা।) |
১৫ | সানজানা নার্সিং হোম এবং ক্লিনিক |
১৬ | সততা ক্লিনিক |
১৭ | সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতাল |
১৮ | সাতক্ষীরা ট্রমা ও অর্থোপেডিক্স কেয়ার সেন্টার। |
|১৯ লাইভ কেয়ার ভিজিটার ল্যাব এন্ড হাসপাতাল, কালিগঞ্জ, সাতক্ষীরা। |২০ ফেন্ডশিপ হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা।
১৮৬১ সালে যশোর জেলার অধীনে ৭টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে ১৮৬৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অর্ন্তভূক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে।
সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বিখ্যাত। সাতক্ষীর জেলাটি থেকে দেশের রপ্তানীকৃত চিংড়ির প্রায় ৭০ভাগ হয়ে থাকে।
প্রতিটি সেক্টরে একজন করে অধিনায়ক নিযুক্ত করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল । সাতক্ষীরা অঞ্চল ছিল অষ্টম ওনবম সেক্টরের অধীন ।
এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্গত ছিল। বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। এ জনবসতি প্রাচীনকালে খ্যাত ছিল বুড়ন দ্বীপ নামে।
সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্গত। সাতক্ষীরা বাংলাদেশের নৈঋত কোণে অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর। এই জেলাটি আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর এবং সাতক্ষীরা সদর - এই সাতটি উপজেলার সমন্বয়ে গঠিত।