প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ না-সূচক বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না-বাচক ক্রিয়া ও না-বাচক শব্দ বা না-বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হা-সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'- বাক্যটির নেতিবাচক রূপ ‘ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। ❌
ব্যাখ্যাঃ ❌
ব্যাখ্যাঃ গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার। যথা : ১. সরল বাক্য ২. জটিল বা মিশ্র বাক্য ও ৩. যৌগিক বাক্য। দুই বা ততােধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু সুতরাং, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন : তার বয় বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি; যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছে, সুতরাং তুমি প্রথম হবে। ❌
ব্যাখ্যাঃ যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনাে বিষয়ে বক্তার মনােভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার। যথা : ১. সরল বাক্য, ২ মিশ বা জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব। ❌
ব্যাখ্যা : ❌
ব্যাখ্যাঃ যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনাে বিষয়ে বক্তার মনােভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। বাক্যের মৌলিক উপাদান শব্দ। ভাষার মূল উপাদান ধ্বনি। ❌
ব্যাখ্যাঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে । প্রশ্নে প্রদত্ত ‘ছােট কিন্তু রসে ভরা’ বাক্যটির সরল রূপ হলাে— ছােট হলেও রসে ভরা। ❌
ব্যাখ্যাঃ যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনাে বিষয়ে বক্তার মনােভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা : ১. সরল বাক্য, ২. মিশ্র বা জটিল বাক্য এবং ৩. যৌগিক বাক্য। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=