প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ❌
ব্যাখ্যাঃ যে শব্দে পুরুষ বােঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে। মায়াবী’ শব্দটি পুরুষবাচক শব্দ, যার স্ত্রীবাচক রূপ ‘মায়াবিনী'। রজকী', বৈষ্ণবী’ ও ‘শ্রোত্রী’ স্ত্রীবাচক শব্দগুলাের পুরুষবাচক রূপ হলাে : রজক, বৈষ্ণব ও শ্রোতা। ❌
ব্যাখ্যাঃ অপ্রাণিবাচক শব্দ হলাে : কমলনিকর। এছাড়া আরাে কিছু অপ্রাণিবাচক শব্দ হলাে : পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, মেঘপুঞ্জ, পর্বতমালা, কুসুমনিচয় ইত্যাদি। কবিকুল, পাখিকুল, বুজুর্গান হচ্ছে প্রাণিবাচক শব্দ। ❌
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনে ভাই’ পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে। যথা- বােন ও ভাবী। তেমনি পুত্র, শিক্ষক, অভাগা, সুকেশ, দেবর, বন্ধু, দাদা, রজক, স্বামী প্রভৃতি শব্দের দুটো বা তিনটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। ❌
ব্যাখ্যাঃ কবিরাজ’ শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ; তাই এর কোনাে স্ত্রীবাচক শব্দ নেই। নিত্য কয়েকটি পুরুষবাচক শব্দ হলাে : রাষ্ট্রপতি, পুরােহিত, জামাতা, কৃতদার,অকৃতদার, যােদ্ধা, ঢাকী, বিচারপতি প্রভৃতি। ❌
ব্যাখ্যাঃ লিঙ্গ শব্দটির অর্থ- চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা : পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ। যা দ্বারা স্ত্রী-পুরুষ উভয় জাতিকেই বােঝায়, তাই উভয়লিঙ্গ। যেমন- আমি, পাখি, শিশু, সন্তান ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ পুস্তকের স্ত্রীলিঙ্গ পুস্তিকা। তত্সম পুরুষবাচক শব্দের শেষে ক্ষুদ্ৰাৰ্থক (ইকা) প্রত্যয় যােগে পুস্তক-পুস্তিকা গঠিত হয়েছে। ❌
ব্যাখ্যাঃ কতৃ কারকের এক বচনে ইন প্রত্যয় ঈ রূপ গ্রহণ করে। যেমন জ্ঞান + ইন্(ঈ)-জ্ঞানী, গুণ + ইন্(ঈ) -গুণী ইত্যাদি। স্ত্রী লিঙ্গে ইন্ প্রত্যয়ান্ত শব্দের পরে ই-যুক্ত ইনী রূপগ্রহণ করে। যেমন— জ্ঞান + ইনী = জ্ঞানিনী, গুণ + ইনী = গুণিনী ইত্যাদি। ❌
ব্যাখ্যা : ❌
ব্যাখ্যাঃ পুরুষবাচক শব্দের সাথে কতগুলাে প্রত্যয় যােগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এছাড়া কোনাে কোনাে পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়৷ যেমন : নর-নারী, রাজা-রানী, যুবক-যুবতী, বন্ধু-বান্ধবী, শিক্ষক-শিক্ষয়িত্রী, সভাপতি-সভানেত্রী ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বােঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনাে পুরুষবাচক শব্দ হয় না। প্রশ্নে উল্লিখিত নিত্য স্ত্রীবাচক শব্দ হলাে ‘এয়াে’ । ছাড়াও নিত্য স্ত্রীবাচক শব্দ হলাে— সতীন, সত্য, সধবা, দাই, ডাইনি, কুলটা, বিমাতা, রাইজি, ললনা, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, সুজলা, সুফলা, শাঁখিনী ইত্যাদি। অন্যদিকে, কবিরাজ’ ও ‘ কৃতদার’ নিত্য পুরুষবাচক এবং সন্তান’ পুরুষ ও স্ত্রীবাচক দু-ই বােঝায়। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=