রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; –
কিন্তু কোন্ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! –
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!
বঙ্গভূমির প্রতি : মডেল প্রশ্ন
প্রশ্ন : মধুসূদন এই কবিতাটি কি কোনাে গ্রন্থে অন্তর্ভুক্ত করেছিলেন?
উত্তর : না।
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের কোথা থেকে বঙ্গভূমির প্রতি' কবিতাটি গ্রহণ করা হয়েছে?
উত্তর : মধুসূদন রচনাবলির নানা-কবিতা শিরােনামের সংগ্রহ থেকে।
প্রশ্ন : রেখাে, মা, দাসেরে মনে,- এখানে ‘মা’কে?
উত্তর : কবির জন্মভূমি । কবি জন্মভূমিকে ‘মা’ বলে সম্বােধন করছেন।
প্রশ্ন : ‘প্রবাসে, দৈবের বশে,/ জীব-তারা যদি খসে / এ দেহ-আকাশ হতে, / নাহি খেদ তাহে।’- এখানে কবি কী বােঝাতে চাচ্ছেন?
উত্তর : তিনি তখন বিদেশে অবস্থানরত । সেই বিদেশে যদি তার দেহ রূপ আকাশ থেকে জীবন রূপ তারা বা নক্ষত্রের পতনও ঘটে- তবু তার কোনাে কষ্ট থাকবে না ।
প্রশ্ন : ‘চিরস্থির কবে নীর, / হায় রে, জীবন- নদে?'- অর্থ কী?
উত্তর : কবি জীবনকে নদ বা নদীর সঙ্গে তুলনা করে বলেছেন, কার জীবন-নদীতে চিরদিন পানি থাকে? (নীর’ অর্থ জল বা পানি ।
প্রশ্ন : জন্মিলে মরিতে হবে, / অমর কে কোথা কবে,'- এই চরণদ্বয়ের দ্বারা কবি কী বােঝাতে চেয়েছেন?
উত্তর : কবি দৈহিক মৃত্যুর কথা বলেছেন। জন্মগ্রহণকারীর যে মৃত্যু অনিবার্য সে কথাই বলা হয়েছে। এই চরণদ্বয় প্রবচন হিসেবে গৃহীত ।
প্রশ্ন : কহ, গাে, শ্যামা জন্মদে!’-এখানে জন্মভূমিকে কী কী নামে অভিহিত করা হয়েছে?
উত্তর: এখানে শ্যামল জন্মভূমিকে ‘শ্যামা' বলে অভিহিত করা হয়েছে। তাছাড়া তাকে ‘মাতা’ বলেও সম্বােধন করা হয়েছে।
প্রশ্ন : তামরস’ কী?
উত্তর : পদ্মফুল ।
প্রশ্ন : বর’ অর্থ কী?
উত্তর : আশীর্বাদ
প্রশ্ন : ‘পদে কী?
উত্তর : পায়ে । (‘পদ’-এর একাধিক অর্থ আছে: ব্যাকরণের ‘পদ', খাবার টেবিলের ‘পদ’ ভিন্ন অর্থজ্ঞাপক।)
প্রশ্ন : ‘পরমাদ' কী?
উত্তর : ভুল ।
প্রশ্ন : ‘পরমাদ' শব্দটি কিভাবে গঠিত?
উত্তর : ‘প্রমাদ' শব্দের অপভ্রংশ ‘পরমাদ'।
প্রশ্ন : ‘মনঃকোকনদ' কী?
উত্তর : কোকনদ অর্থ লাল পদ্মফুল । মন রূপ লালপদ্ম।
প্রশ্ন : মধুহীন করও না গাে মনঃকোকনদে- এটা কোন অলঙ্কার?
উত্তর : শ্লেষ অলঙ্কার।
প্রশ্ন : কিভাবে শ্লেষ অলঙ্কার?
উত্তর : এখানে ‘মধুহীন’ বলতে মিষ্টিহীন ও মধুসূদনবিহীন এই দুই অর্থই প্রকাশিত ।
প্রশ্ন : ‘গলে কী?
উত্তর : বের হয়ে আসা অর্থে ।
প্রশ্ন : ‘অমৃত-হ্রদ' কী?
উত্তর : অমৃত রূপ হ্রদ।
প্রশ্ন : হ্রদ কাকে বলে?
উত্তর : চারি দিকে স্থল মাঝখানে জল- এ রকম বৃহৎ স্থানকেহদ বলে।
প্রশ্ন : যাচিব’ কী?
উত্তর : যাচঞা করিব’ বা প্রার্থনা করবাে।
প্রশ্ন : ‘সেবে’- কী?
উত্তর : সেবা করে, এখানে ‘স্মরণ করে’ অর্থে ।
প্রশ্ন : ‘জন্মদে কী?
উত্তর : জন্মদাত্রী বা মাতা ।
প্রশ্ন : ‘দেহ' বলতে কী বােঝান হয়েছে?
উত্তর : ‘দাও'। স্মরণীয়, পুরােনাে বাংলায় ক্রিয়ার শেষে ‘হ’ যুক্ত করা সিদ্ধ ছিল, যেমন: ‘অন্ধজনে দেহ আলাে'।
প্রশ্ন : সুবরদে’ অর্থ কী?
উত্তর : ‘বরদে' অর্থ বর বা আশীর্বাদদাত্রী । ‘সুবরদে' অর্থ যিনি সুন্দর আশীর্বাদদানকরেন।
প্রশ্ন : মানসে' অর্থ কী?
উত্তর : মনের একান্তে ।
প্রশ্ন : শমন কে?
উত্তর : মৃত্যুর দেবতা বা যম ।
প্রশ্ন : সাধিতে' অর্থ কী?
উত্তর : সম্পাদন করতে বা পূরণ করতে ।
প্রশ্ন : সাধিতে’ শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
উত্তর : সাধিত + এ ।
প্রশ্ন : মধুসূদন তাঁর এ কবিতার সূচনাতে একজন কবির একটি কাব্য-পঙুক্তি উদ্ধৃত করেছেন। সে কবির নাম কী?
উত্তর : বায়রন ।
প্রশ্ন : বায়রনের সেই কাব্য-পঙক্তিটি কি?
উত্তর: 'My native Land, Good night !'
প্রশ্ন : এই কবিতার শেষে কবির অভিপ্রায় কী?
উত্তর : কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমিকে মা সম্বােধন করে বলছেন, তিনি যেন দেশের মানুষের স্মৃতির জলে বসন্ত, শরৎ ঋতু নির্বিশেষে মধুপূর্ণ পদ্মফুলের মতাে ফুটে থাকতে পারেন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup