বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬)। তার রচিত বিখ্যাত, উপন্যাস ‘আবদুল্লাহ্ (১৯৩৩)। সে আমলের মুসলমান সমাজের চিত্র এ উপন্যাসের বিশিষ্টতা।
অসুস্থতার কারণে তিনি উপন্যাসটি সমাপ্ত করতে পারেননি। তার মৃত্যুর পর অধ্যাপক কাজী আনােয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বনে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পীরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, আশরাফ- আতরাফ বৈষম্য, হীন স্বার্থপরতা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ। ধর্মীয় গোঁড়ামি আর সামাজিক কুসংস্কার যে মুসলমান সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এবং ইংরেজি শিক্ষায় সংস্কারমুক্ত মন নিয়ে যে ধ্বংসকে প্রতিরােধ করা যায় তা এই উপন্যাসে দেখানাে হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্র আব্দুল্লাহ, সৈয়দ সাহেব, মীর সাহেব এবং ডাক্তার দেবনাথ সরকার প্রমুখ। এদের মধ্যে আব্দুল্লাহ প্রধান চরিত্র। বহু বিরুদ্ধতা সত্ত্বেও শেষ পর্যন্ত সে জয়ী হতে পেরেছে। তার চরিত্রে তেজের চেয়ে বুদ্ধি ও ভব্যতার অংশই বেশি।
উপন্যাসের কাঠামােগত বাঁধুনির চেয়ে সমাজচিত্র অঙ্কনই প্রধান্য পেয়েছে। কাজী ইমদাদুল হক উপন্যাসটি অসমাপ্ত রেখে গেলেও তাতে তার ব্যক্তিগত জীবনদর্শন যেমন ফুটে উঠেছে তেমনি সমাজজীবন সম্পর্কে তার অভিজ্ঞতার গভীরতা ফুটে উঠেছে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup