মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান।
চতুর্দশ শতকের শেষদিকে বা পঞ্চদশ শতকের প্রথমদিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের প্রথম আবির্ভাব ঘটে।
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তার একটি উল্লেখযােগ্য রােমান্টিক প্রণয়ােপাখ্যান ইউসুফ জোলেখা'।
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিস্টাব্দে) এ গ্রন্থ রচিত হয়। সে বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকের রচনা।
বাইবেল ও আল কুরআনে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দে) এই নামে কাব্য রচনা করেছেন।
শাহ মুহম্মদ সগীর কুরআন ও ফেরদৌসির কাছ থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সঙ্গে বিয়ে হয়। ক্রীতদাস ইউসুফের (নবী) প্রতি প্রেমাসক্ত হয়ে জোলেখা তাকে আকর্ষণ করে। নানা ঘটনায় ইউসুফ মিশরের অধিপতি হন এবং তার মনেরও পরিবর্তন ঘটে। ধর্মান্তরের মধ্য দিয়ে ইউসুফ-জোলেখার মিলন হয়।
সুফিরা ইউসুফকে পরমাত্মা জোলেখাকে জীবাত্মার প্রতীক বিবেচনা করেন। শাহ মুহম্মদ সগীরও তাই করেছেন। তবে বর্ণনায় প্রেমের আবহটি প্রধান হয়েছে।
শাহ্ মুহম্মদ সগীর ছাড়া একই কাহিনি নিয়ে আবদুল হাকিম, ফকির গরীবুল্লাহ প্রমুখ কাব্য লিখেছেন। তবে ইউসুফ জোলেখা কাব্য শাহ মুহম্মদ সগীরই প্রথম লেখেন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup