বশীদ করীমের (১৯২৫-২০১১) উত্তম পুরুষ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। এটি একটি জীবনঘনিষ্ঠ উপন্যাস।
উপন্যাসের প্রধান চরিত্র শাখেরকে ঘিরে সেলিনা, অনিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে। এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
উপন্যাসটিতে মানসিক দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। পারিবারিক জটিলতায় এ উপন্যাসের কাহিনি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত।
মুসলমান সমাজের ঐতিহ্য আবেগ ও বিশেষ চরিত্রের প্রতি একনিষ্ঠ ও সশ্রদ্ধ থেকে নতুন মূল্যবােধে উদ্বুদ্ধ লেখক। উপন্যাসে মূল কাহিনির পাশাপাশি উপকাহিনি সংযােজিত হয়েছে। চমৎকার ভাষা ও বর্ণনাভঙ্গি উপন্যাসটিতে লক্ষ্য করা যায়। আধুনিক মননশীলতা, পরিশীলিত আঙ্গিক, অভিজ্ঞতা ও নির্লিপ্ত বর্ণনা উপন্যাসটিকে মাধুর্য এনে দিয়েছে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup