সমরেশ বসু উপন্যাস রচনায় কৃতিত্ব দেখিয়েছেন মধ্যবিত্ত অস্তিত্বটার বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণার মাধ্যমে। মানুষের ব্যক্তি স্বাধীনতা, বামপন্থী রাজনীতির কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ব্যক্তির করুণ পরিণতি, রাজনৈতিক দলের লালিত হিংসা ও হত্যা মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, সমাজের বিকৃতরূপ উন্মােচনের জন্য যৌনতাসহ নানা অসঙ্গতির চিত্র নিখুঁতভাবে অঙ্কন করেছেন।
জগদ্দল’ (১৯৬৬) উপন্যাসের মূল উপজীব্য বাংলাদেশে শিল্পায়নের ইতিহাস ও তার সঙ্গে জড়িত অর্থনৈতিক ও মানবিক মূল্যবােধের সঙ্গে পরিবর্তিত সমাজের টানাপােড়েন। এটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার জগদ্দল অঞ্চলের চটকলের প্রতিষ্ঠা এবং কারখানা সংলগ্ন জনপদের সাধারণ মানুষের জীবনচিত্র।
উত্তরঙ্গ’ নামক উপন্যাসের এটি পরবর্তী খণ্ড বলা চলে। উত্তরঙ্গের কাল ছিল আঠারশাে ষাট থেকে আশি-বিরাশি, জগদ্দলের কাল শুরু হয়েছে তারপর থেকে। ইউরােপীয় ও ভারতীয় বহু চরিত্রের সমাবেশে গণজীবনের ছবি আঁকা হয়েছে।
বাংলা উপন্যাসের এই রকম চরিত্র বৈচিত্র্য এবং অভিজ্ঞতার প্রয়ােগ বিরল। অনেকের মতে, জগদ্দল’ই সমরেশ বসুর শ্রেষ্ঠ রচনা। যে কয়জন ঔপন্যাসিকের হাত ধরে সাম্প্রতিক বাংলা উপন্যাস বিষয়ের বৈচিত্র্যে, আঙ্গিকের রূপান্তরে দৃষ্টিভঙ্গির অভিনবত্বে বিশিষ্ট ও সমৃদ্ধিশালী হয়েছে সমরেশ বসু তাদের অন্যতম।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup