কবি ও সাংবাদিক হিসেবে খ্যাতিমান আহসান হাবীব তার কবিতায় সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত মানুষের সংগ্রামী চেতনা ও সমকালীন যুগযন্ত্রণা শিল্প সম্মতভাবে রূপায়িত করে গেছেন। আধুনিকতার ছাপ তার কবিতায় খুব স্পষ্ট হয়ে প্রকাশ পেয়েছে।
রাত্রিশেষ (১৯৪৭) তার প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের প্রহর, প্রান্তিক, প্রতিভাস, পদক্ষেপ এই চার ভাগে কবিতাগুলাে বিন্যস্ত। মােট কবিতার সংখ্যা ২৮। এ কাব্যে যৌবনের মােহমুগ্ধতা, প্রেম ভালােবাসা আশা-আকাঙ্ক্ষা রূপায়িত হয়ে উঠেছে। কবি যন্ত্রসভ্যতার নৈরাজ্য ও হৃদয়হীনতায় ব্যথিত হয়ে পরিবেশের পরিবর্তন কামনা করেছেন।
কবি আশা করেছেন শিরা আবার হাসবে, ক্ষুধা থেকে মানুষ মুক্তি পাবে, মানুষ হয়ে উঠবে প্রাণবন্ত ও হৃদয়বান। দেশবিভাগ মানুষের জন্য সুখী ভবিষ্যতের প্রতিশ্রুতি বয়ে আনবে। কাব্যের রাত্রিশেষ’ নামকরণে সে ইঙ্গিতই ফুটে উঠেছে। কবি বলেছেন-
কবিতার বিষয় নির্বাচনে ও আঙ্গিকগত রূপায়ণে তিনি আধুনিকতার ঐতিহ্য অনুসরণ করেছেন এবং দেশ-কাল সমাজ ভাবনাকে প্রাধান্য দিয়েছেন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup