বাঙালি হিন্দু গৃহের সংস্কার ও সামাজিক দুঃখ বেদনাকে অবলম্বন করে পর্যবেক্ষণের নিবিড়তা বিশ্লেষণের সূক্ষ্মতা বর্ণনার বাস্তবতা, উদ্দেশ্য প্রণােদনা, ব্যাকুলতা ও প্রবল হৃদয়াবেগের সাহায্যে অমর কথাশিল্পী সমাজমনস্ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অসাধারণ জনপ্রিয় ছােটগল্প ও উপন্যাস রচনা করেছেন।
মনস্তাত্ত্বিক পরীক্ষাহীনতা চরিত্র সৃজনে অপটুত্ব ও কাহিনি শৈথিল্য সত্ত্বেও প্রপীড়িতদের জন্য অনুকম্পা ও প্রবৃত্তি সংস্কারের দ্বন্দ্ব এমন এক অনুপম কুশলী ভাষায় যথার্থ পরিবেশ সৃজনের মাধ্যমে বর্ণনা করেছেন। শিল্পরীতির বৈচিত্র্য ও জীবনঘনিষ্ঠতায় সমকালে তিনি হয়ে উঠেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের ঈর্ষাভাজন।
বঙ্কিমের শৈল্পিক পথে রবীন্দ্র ভাষা ও মননকে উত্তরাধিকার করে উপন্যাসের অসাধারণ সফলতা ও ব্যর্থতা নিয়েই শরৎচন্দ্র হয়ে উঠেছেন মধ্যবিত্ত বাঙালির হৃদয়াকাঙ্ক্ষার প্রতীক। অসাধারণ শিল্পকুশলী ঔপন্যাসিক। শ্রীকান্ত (১মপর্ব-১৯১৭, ২য় পর্ব-১৯১৮, ৩য়পর্ব-১৯২৭ ও ৪র্থ পর্ব-১৯৩৩) আত্মজীবনীমূলক উপন্যাস মূলত স্মৃতিচারণ।
আত্মজীবনীমূলক উপন্যাস রচনা করতে হলে দুটি বৈশিষ্ট্য অপরিহার্য। প্রথমটি হলাে পারম্পর্য রক্ষা করে মূল অনুযায়ী ঘটনাসমূহ বিন্যস্ত করা এবং দ্বিতীয়টি হলাে নিরাসক্তভাবে আত্ম সমীক্ষা। এ ধরনের উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রকে আশ্রয় করে ঘটনাবলী আবর্তিত হয়। অন্যান্য চরিত্রগুলাে নিজ কক্ষপথ ঘুরে মূল চরিত্রের উপর আলােকসম্পাত করে।
এ উপন্যাসটি কতকগুলাে ভিন্ন ভিন্ন সময়ের একেকটি পরিচ্ছদের সমষ্টি। এটা জীবন পরিক্রমার ইতিবৃত্ত। লেখক দুজ্ঞেয় আকর্ষণে, অলক্ষ্মীর আকর্ষণে বিশ্বভ্রমণে বের হয়েছেন। নানা ঘটনার আবর্তে অসংখ্য নর-নারীর সংস্পর্শে এসে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন তা জীবনের মহামূল্য সম্পদ।
শরৎচনন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র ইন্দ্রনাথ-অন্নদা চরিত্র। গৌণ চরিত্র সৃষ্টিতে লেখকের বস্তুনিষ্ঠ সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রকাশ পেয়েছে।
মেজদা, শ্রীনাথ বহুরূপী, পিসিমা, রামবাবু ও তাহার স্ত্রী, গৌরী তেওয়ারীর কন্যা, নতুনদা প্রভৃতি। নিশীথ অভিযানে রাত্রিকালের বর্ণনায় দ্যুলােক-ভূলােকব্যাপি বিরাট কালীমূর্তির উপমা, তীব্র জল প্রবাহের নিষ্ঠুর চাপাহাসির ন্যায় অপরূপ স্তিমিত দ্যুতি, মহাশ্মশানে বসে রাতের রূপধ্যানে জীবন-মৃত্যু সম্বন্ধে চিন্তা, মৃত্যুর বন্দনা প্রভৃতি শ্রীকান্তের রােমান্টিক মনের বহিঃপ্রকাশ। সাহিত্য সমালােচকদের মতে গ্রন্থটি আত্মচরিত এবং চরিত্রগুলাে ৯০ ভাগ বাস্তব।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup