বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামালের প্রথম প্রকাশিত রচনা সাঁঝের মায়া’ (১৯৩৮) কাব্যগ্রন্থটি। কাব্যসাধণার প্রথম পর্যায়ে কাজী নজরুল ইসলামের সান্নিধ্যলাভ করা কবির পক্ষে সম্ভব হয়েছিল। বিদ্রোহী কবির স্নেহানুকূল্যে ও প্রভাবে বেগম সুফিয়া কামালের কাব্যপ্রতিভার বিকাশ ঘটেছিল।
সাঁঝের মায়া’ কাব্যটি প্রথম রচনা হলেও তাতে কবির নিজস্ব বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠেছিল। কবির বেদনার্ত হৃদয়ের ছবিটি সর্বত্র উজ্জ্বল হয়ে ফুটে উঠেছিল। কবি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার হৃদযের দুঃখবেদনার চিত্র অঙ্কন করেছেন। সঁঝের মায়া’ বিরহ বেদনার কাব্য। সবগুলাে কবিতার মধ্যেই বেদনার সুর অনুরণিত হয়ে উঠেছে। প্রকৃতির মূক বেদনার সঙ্গে কবি আপন হৃদয়ের বিরহ এবং বেদনার সামঞ্জস্য লক্ষ করেছেন।
কবি বিদায়ী সূর্যের স্নিগ্ধ কিরণের রূপমাধুরীর সঙ্গে নিজের জীবনের সামঞ্জস্য খুঁজে পেয়েছেন-
বেগম সুফিয়া কামাল দীর্ঘদিন কাব্যসাধনা করে গেছেন। তার কাব্যের প্রথম দিকের রােমান্টিকতা পাঠকের মনে প্রভাব বিস্তার করেছিল। তার শেষ দিকে স্বদেশ চেতনা-সম্বলিত কবিতাগুলােও পাঠকের কাছে সমাদৃত হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাব্যধারাটিকে সমৃদ্ধ করার প্রয়াসে তিনি নিয়ােজিত থেকে ছিলেন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup