প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ... ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ রামমােহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তার রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ‘গৌড়ীয় ব্যাকরণ। ড. এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থ মনীষা মঞ্জুষা'। ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত ব্যাকরণ গ্রন্থ বাঙ্গা ব্যাকরণ। ড. সুনীতিকুমার রচিত ব্যাকরণ গ্রন্থ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। ❌
ব্যাখ্যাঃ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে সঠিকভাবে। ❌
ব্যাখ্যাঃ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলােচিত হয় ধ্বনির পরিবর্তন, সন্ধি, ও ষ-ত্ব বিধান। ধ্বনি, এর উচ্চারণরীতি, উচ্চারণের স্থান ইত্যাদি। সমাস, কারক ও প্রত্যয় আলােচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অংশে। ❌
ব্যাখ্যাঃ সংস্কৃত ব্যাকরণ = বি + আ + কৃ + অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মই হচ্ছে ব্যাকরণ। এক কথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। ❌
ব্যাখ্যাঃ বাংলা ব্যাকরণের ওপর রচিত ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযােগ্য গ্রন্থ হলাে : ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ (১৯৪৫)। তার বিখ্যাত গ্রন্থ হলাে : অরিজিন এন্ড ডেভেলেপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২৬)। ভাষাবিদ ড, মুহম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলাের মধ্যে রয়েছে- বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত ইত্যাদি। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সুকুমার সেনের উল্লেখযােগ্য গ্রন্থ হলাে যথাক্রমে ব্যাকরণ কৌমুদী' ও বাঙ্গালা সাহিত্যের ইতিহাস'। ❌
ব্যাখ্যাঃ ......। ❌
ব্যাখ্যা: ..... ❌
ব্যাখ্যাঃ .... ❌
ব্যাখ্যাঃ ...... ❌
ব্যাখ্যাঃ ..... ❌
ব্যাখ্যাঃ Note: পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁও (১৭৪৩ সালে)। বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থ রচনা করেন ১৭৭৮ সালে এন বি হ্যালহেড (ইংরেজি ও বাংলা ভাষায়)। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=