প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ... ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ ......। ❌
ব্যাখ্যা: ..... ❌
ব্যাখ্যাঃ .... ❌
ব্যাখ্যাঃ ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ বাঙলা-ভাষার ইতিবৃত্ত রচনা করেন ভাষাবিদ ড মুহম্মদ শহীদুল্লাহ। এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলাের মধ্যে রয়েছে- বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৫৮) ইত্যাদি। তার কয়েকটি শিশুতােষ গ্রন্থ হলাে- শেষ নবীর সন্ধানে, ছােটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা। তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যােগদান করেন এবং তার সম্পাদনায় রচিত হয় বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান'। মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬)। ❌
ব্যাখ্যাঃ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন : ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word) ৩. বাক্য (Sentence) 8. অর্থ (Meaning) ❌
ব্যাখ্যাঃ :পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম ‘অষ্টাধ্যায়ী'। সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী, পাণিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=