প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে ঈ'- কার হয়। ঈকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন— সতী + ঈশ = সতীশ, পরি + ঈক্ষা = পরীক্ষা। ❌
ব্যাখ্যাঃ এ, ঐ ও, ঔ-কারের এ, ঐ স্থানে যথাক্রমে যথাক্রমে অব ও অব হয়। যেমন- নে + অন = নান, নে + অক = নায়ক, গাে+এষণা = গবেষণা, নৌ + ইক = নাবিক।। ❌
ব্যাখ্যাঃ কাঁদ + না = কানা শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation)-এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন— সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা। ❌
ব্যাখ্যাঃ 'দ্যুলােকে’ শব্দের স্থানে 'দ্যুলােক' হলে, উত্তর হবে ঘ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি দ্যুলােক এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হলাে : দিব + লােক। আরাে কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি হলাে : আ + চ = আশ্চর্য, এক + দশ = একাদশ, গাে + পদ = গােষ্পদ, পর + পর = পরস্পর, বৃহৎ+ পতি = বৃহস্পতি, ষট্ + দশ=ষােড়শ, বন + পতি = বনস্পতি প্রভৃতি।। ❌
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনে সন্ধিজাত শব্দ হলাে উনুনা। উনুনা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলাে উৎ + মনস।। ❌
ব্যাখ্যাঃ সব ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয়ের আলােচনা হয়- ১. ধ্বনিতত্ত্ব২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম এবং ৪. অর্থতত্ত্ব। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলােচিত হয়। ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনিসংযােগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লােপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলােচ্য বিষয়। ❌
ব্যাখ্যাঃ ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থ যুক্ত হয়ে শব্দটি গঠিত।। ❌
ব্যাখ্যাঃ মৃন্ময় শব্দের অর্থ মাটির তৈরি, মৃত্তিকা নির্মিত বা মেটে। সংস্কৃত মৃদ এর সাথে ক্বিপ যুক্ত হয়ে মৃন্ময় শব্দটি গঠিত।। ❌
ব্যাখ্যাঃ সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি দুই যথা: ১. স্বরসন্ধি, ২. ব্যঞ্জনসন্ধি ও ৩ বিসর্গ সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন : বিদ্যা + আলয় = বিদ্যালয়। আরাে কয়েকটি গুরুত্বপূর্ণ স্বরসন্ধি হলাে : অত্যাচার, অত্যন্ত, অন্বেষণ, অন্যান্য, নয়ন, নরাধম, নাবিক, পরীক্ষা, মরূদ্যান, শয়ন, স্বাগত, হিমাচল, প্রত্যেক ইত্যাদি। অন্যদিকে অহঃ + অহ = অহরহ ও দুঃ + চিন্তা = দুশ্চিন্তা হলাে বিসর্গ সন্ধি এবং ণিচ + অন্ত = ণিজন্ত হলাে ব্যঞ্জনসন্ধি।। ❌
ব্যাখ্যাঃ ......। ❌
ব্যাখ্যাঃ ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত এটি স্বরসন্ধি সাধিত শব্দ। অ-কার কিংবা আ-কারের পর ঋত’ শব্দ থাকলে অ, আ+ঋ উভয় মিলে আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ’ ও পরবর্তী বর্ণে রেফ () হয়। যেমন : ভয় + ঋত = ভয়ার্ত (অ + ঋ = আর), ক্ষুধা+ ঋত = ক্ষুধার্ত (আ + ঋ = আর) ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ ..... ❌
ব্যাখ্যাঃ .... ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ ... ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=