প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ ইত্তেফাক’ বিশেষ্যবাচক শব্দটির অর্থ : সম্প্রীতি; মিল; ঐক্য। সংবর্ধনা’ শব্দের অর্থ : সম্মাননা; সম্মানের সঙ্গে অভ্যর্থনা। সংলাপ’ শব্দের অর্থ : আলাপ; কথােপকথন। ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ ‘অভিলাষ বিশেষ্যবাচক শব্দটির অর্থ : ইচ্ছা; বাসনা; স্পৃহা। অভিনয়’ শব্দের অর্থ: নাট্য প্রদর্শন; ভান। অভিশাপ শব্দের অর্থ : অভিসম্পাত; শাপ; অনিষ্ট কামনা। ❌
ব্যাখ্যাঃ পাথার’ বিশেষ্যবাচক শব্দটির অর্থ : সাগর; সমুদ্র বিস্তীর্ণ জলরাশি। শৈল, সৈকত ও আকাশ শব্দের অর্থ যথাক্রমে: পর্বত, বালুকাময় বিস্তৃত তীরভূমি ও গগন। ❌
ব্যাখ্যাঃ রাজা' শব্দের সমার্থক শব্দ নয় অম্বুপতি। তবে নৃপতি, মহীপতি, নৃপ ছাড়াও রাজা শব্দের আরাে কয়েকটি সমার্থক শব্দ হলাে : নরপাল, ভূপাল, ভূপতি, নরেন্দ্র, ক্ষিতিপ, ক্ষিতিপাল, । শাসক, মহীন্দ্র, মহীপ, নরেশ, অধিশ্বর, রাজাধিরাজ। ❌
ব্যাখ্যাঃ সমীরণ' শব্দের অর্থ বায়ু। তরু, ব্যোম ও বারিত শব্দের অর্থ যথাক্রমে : গাছ, আকাশ ও নিষিদ্ধ। ❌
ব্যাখ্যাঃ সূর্য’ শব্দের প্রতিশব্দ : সবিতা, রবি, দিনেশ, আদিত্য, বালার্ক ইত্যাদি। সুধাকর', 'অবনী’ ও ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ যথাক্রমে: চাঁদ, পৃথিবী ও গগন। ❌
ব্যাখ্যা: পানি’ শব্দের সমার্থক শব্দ হলাে- জল। পানি’ শব্দের আরাে কয়েকটি সমার্থক শব্দ হলাে : বারি, সলিল, অম্বু, উদক, নীর, পয়ঃ, অপ, তােয়। অরুণ’ ও ‘বহ্নি শব্দের সমার্থক শব্দ হলাে যথাক্রমে সূর্য ও আগুন। ❌
ব্যাখ্যাঃ বিরাগী’ বিশেষণ বাচক শব্দটির অর্থ : উদাসীন; আসক্তিহীন; নিস্পৃহ। ❌
ব্যাখ্যাঃ ইচ্ছা’ বিশেষ্য শব্দটির অর্থ অভিলাষ; স্পৃহা; বাসনা। ❌
ব্যাখ্যাঃ উপরােধ’ শব্দের অর্থ বিশেষ অনুরােধ, সুপারিশ, খাতির। উপরে ঢেকি গেলা বাগধারাটিতে এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরােধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনাে কাজ করা। অন্যদিকে প্রতিরােধ’ অর্থ বিরােধ, বাধাদান, প্রতিবন্ধ, আটক ইত্যাদি। উপস্থাপন’ অর্থ উপস্থিতকরণ, আনয়ন, প্রস্তাবনা, উত্থাপন ইত্যাদি। উপযােগী শব্দের অর্থ উপযুক্ত, যােগ্য, কার্যকর ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ বায়ু শব্দের অর্থ হলাে- সমীরণ, অনিল, পবন, বাতাস, সমীর, মরুৎ ইত্যাদি। বারিদ, ব্যোম ও তরু শব্দের অর্থ যথাক্রমে- মেঘ, আকাশ ও গাছ। ❌
ব্যাখ্যাঃ আকাশ’ শব্দের প্রতিশব্দ হলাে- গগন, অম্বর, ব্যোম, অন্তরীক্ষ নভােমণ্ডল, শূন্য, ছায়ালােক। অন্যদিকে কিরণ’ শব্দের প্রতিশব্দ হলাে- আলাে, কর, প্রভা, দীপ্তি। অংশু, রশি, বিভা। কানন’ শব্দের প্রতিশব্দ হলাে- কান্তার, উপবন, অরণ্য, বিপিন, কুঞ্জ, গহন, অটবি। অসীম’ শব্দের প্রতিশব্দ হলাে- সীমাহীন, অনন্ত, প্রচুর, প্রভূত অশেষ। ❌
ব্যাখ্যাঃ .... ❌
ব্যাখ্যাঃ আগুন এর প্রতিশব্দ হলাে- অগ্নি, বহ্নি অনল, পাবক, হুতাশন, দহন, সর্বভুক, সর্বশুচি, বৈশ্বানর, শিখা, হােমাগ্নি, কৃশানু, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ হাতি’ এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ হলাে— হাতি, করী, গজ, কুঞ্জর, হস্তী, দ্বিপ, বারণ, দন্তী ইত্যাদি। ভুজঙ্গ’ শব্দের সমার্থক শব্দ হলাে সাপ, ফণী, উরগ, বিষধর, নাগ, অহি, পরগ, আশীবিষ ইত্যাদি। অশ্ব' শব্দের অর্থ হলাে ঘােড়া, তুরগ, তুরঙ্গ, বাজী, ঘােটক, হয়, তুরঙ্গম ইত্যাদি। হরিণ’ শব্দের সমার্থক শব্দ হলাে—মৃগ, কুরঙ্গ ইত্যাদি। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=