প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
Explanation: প্রদত্ত option গুলাের মধ্যে radius (ব্যাসার্ধ) শব্দটি singular যার plural form 'radii'. ❌
Explanation: প্রদত্ত all of it subject টি singular. Present indefinite tense-এ subject singular হলে verb-এর সাথে s/es বসে। ❌
Explanation: 'A rolling stone gathers no moss' বাক্যটি simple. Complex করার ক্ষেত্রে একটি subordinate clause তৈরি করতে হবে। Option (d) -এ প্রদত্ত 'A stone that rolls gathers no moss' বাক্যে 'that rolls' একটি subordinate clause। আবার option (c) -তে প্রদত্ত ‘what rolls’ সঠিক নয়, কারন what 'stone' - এর সঠিক relative pronoun নয়। সুতরাং (d) -ই সঠিক। ❌
Explanation: Appended শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর synonyms: associate, connect, join, engage ইত্যাদি। ❌
Explanation: Vigilantly- সতর্কভাবে। Grammer অনুযায়ী যে word কোন verb কে modify করে তাকে adverb বলে ৷ প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb, আর কীভাবে বসেছিলাে সেটি বোঝাচ্ছে vigilantly. So, vigilantly শব্দটি adverb. ❌
Explanation: Alluring- লােভনীয়। অন্য option গুলাের মধ্যে unexpected- অপ্রত্যাশিত, tempting- প্রলুব্ধকর/ লােভনীয়, dissappointing- হতাশাজনক, ordinary- সাধারণ। বাক্য অনুযায়ী নতুন চাকরীর offer টি লােভনীয় ছিলাে। ❌
Explanation: Who দিয়ে interrogative sentence শুরু হলে passive করার ক্ষেত্রে by whom বসে। মূল passive form টি হবে: By whom was this tree planted here? ❌
Explanation: Frailty (ভঙ্গুরতা, নশ্বরতা) এটি noun.'Frailty, thy name is woman' বাক্যেটি Shakespeare এর বিখ্যাত Tragedy 'Hamlet' থেকে নেওয়া। ❌
Explanation: verb এর সাথে ing যুক্ত হয়ে যখন Adjective-এর কাজ করে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে enlightening শব্দটির সাথে ing যুক্ত হয়ে তা education এর adjective এর কাজ করছে। ❌
Explanation: কোনাে কিছু করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করতে feel like' ব্যবহৃত হয়। এর পর যে verb আস তার সাথে ing বসে। প্রদত্ত বাক্যে পারিবারটির বাইরে না যাওয়ার ইচ্ছাকে বােঝাচ্ছে। ❌
Explanation: কোনাে কাজ কারাে দ্বারা করানাে এরূপ বােঝাতে causative verb বসে। causative verb ব্যবহারের ক্ষেত্রে গঠন subject + causative verb + object + মূল verb এর past participle form. যেমন- I had my shirt washed. Causative verb- have, make, cause, allow, help, enable, keep, hold, let, force and require. প্রদত্ত বাক্যে I had it mended at a shop- আমি এটা একটি দোকানে মেরামত করিয়ে ছিলাম। ❌
Explanation: সাধারনত vowel এর পূর্বে article 'an' বসে। কিন্তু vowel 'o'-এর উচ্চারন যদি ওয়া এর মতাে হয় তাহলে 'An এর পরিবর্তে 'A' বসে। তাই one (ওয়ান) এর পূর্বে 'a' বসবে। ❌
Explanation: Omnivorous- সর্বভুক, সবকিছু খায় এমন বা eating all types of food. ❌
Explanation: বৃষ্টি হলে অত্যাবষ্যকীয় অনুষঙ্গ হিসেবে ছাতা দরকার। অতএব, It's raining cats and dogs, so make sure you take an umbrella. ❌
Explanation: 'Achilles heel' একটি idiom যার অর্থ দুর্বল দিক বা weak point. Greek Mythology-এর বিখ্যাত চরিত্র Achilles-এর heel তথা গােড়ালির দুর্বলতা থেকেই মূলত idiom টি উৎপত্তি। ❌
Explanation: Adverbial phrase adverb এর মতাে করে verb- কে modify করে। প্রদত্ত বাক্যে সে কীভাবে কাজ করে? উত্তর হবে with all sincerity. ❌
Explanation: Adjective clause adjective এর মতাে করে noun/pronoun-কে modify করে। প্রদত্ত বাক্যে 'lost' clause টি book কে modify করছে। ❌
Explanation: proviso- অনুবিধি/শর্ত। অন্য option গুলাের মধ্যে sanction- অনুমােদন; substitute- from; stipulation- পণ, মুক্তিপণ, শর্ত; directive- নির্দেশনামূলক । সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে ‘proviso' ও 'stipulation' কাছাকাছি। ❌
Explanation: Greek Mythology অনুযায়ী Cassandra ছিলেন ট্রয়রাজ Priam-এর কন্যা । আর 'Night owl ' Metaphorical Idiom, যার অর্থ নিশাচর বা যে রাত জেগে থাকে। প্রশ্নানুসারে যেহেতু 'Cassandra is a night owl সেহেতু তার পক্ষে 11 pm, 7 am বা 7 pm এ ঘুম থেকে জেগে উঠা যুক্তিসঙ্গত নয়। বরং 11am-ই উত্তর হিসেবে সবচেয়ে যুক্তিসঙ্গত। ❌
Explanation: Deleterious- ক্ষতিকর। option সমূহের মধ্যে Toxic- বিষাক্ত, কৃত্রিম, মিথ্যা harmless- অহিংস, যা ক্ষতি করে না, lethal- মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিক থেকে deleteriousএবং harmless পুরােপুরি বা বিপরীতার্থক। ❌
Explanation: ইংরেজি সাহিত্যে T.S Eliot এর বিখ্যাত কবিতাগুলাের মধ্যে The Waste Land, The Love Song of J. Alfred Prufrock, The Gerontion অন্যতম। ❌
Explanation: প্রদত্ত অপশনগুলাের সবই শেক্সপিয়ারের নাটক, যা তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। যেমন- As You Like It (1599- 1600), Othelo (1603-1604), Macbeth (1606) এবং The Tempest (1610-1611). দেখা যাচ্ছে, উল্লিখিত চারটি নাটকের মধ্যে শেক্সপিয়র সবার শেষে লিখেছেন The Tempest। ❌
Explanation: ইংরেজি সাহিত্যে Thomas Gray বিখ্যাত Elegy'র জন্য। তার বিখ্যাত কবিতাগুলাে হলাে 'The Fatal Sisters: An Ode', "Elegy Written in a country Churchyard”? , ‘ode on the Spring' ইত্যাদি । ❌
Explanation: Ben Johnson তার ব্যঙ্গ রসাত্ম নাটকের জন্য ইংরেজি সাহিত্যে বিখ্যাত আছেন। তাকে কমেডি নাটকের জনকও বলা হয়। 'Volpone' তার বিখ্যাত কমেডি নাটক। তিনি আরাে যেসব নাটক লিখেছেন তার মধ্যে The Alchemist, The poetaster, The silent woman, The bartholomew Fair, Everyman in His Hurmour, Everyman Out of His Hurmour etc. অন্যতম। ❌
Explanation: lambic Pentameter- পাঁচমাত্রার লাইন বা দশমাত্রিক চরণবিশিষ্ট কবিতা, উইলিয়াম শেক্সপিয়র তার অধিকাংশ নাটক দশমাত্রিক চরণবিশিষ্ট কবিতাকারে রচনা করেছেন। তিনি ১৫৪টি চতুশপদী কবিতা বা Sonnet রচনা করেন। কিন্তু নাটকে কখনাে Sonnet form বা অপশনগুলাের অন্য কোনটি ব্যবহার করেননি। ❌
Explanation: The repetition of beginning consonant sound is known as alliteration. দুটি পাশাপাশি শব্দের শুরুর উচ্চারণ বা যে কাব্যলংকারের প্রতিটি শব্দের একই ব্যঞ্জন বা স্বরবর্ণের যদি পুনঃপুন ব্যবহার হয় তবে তাকে alliteration বা অনুপ্রাস বলে। অপরদিকে, কোনাে বস্তু বা objects-কে সাহিত্যে মানুষ বা ব্যাক্তির প্রদান করাকে personification বলে । Onomatopoeia হলাে অনুকার শব্দ বা কোনকিছুর শব্দের অনুকরণে শব্দগঠন। Rhyhm হলাে শব্দের বা কবিতার চরণের মিল। ❌
Explanation: poetic tradition এর অন্তর্ভুক্ত Epic, Tragedy, comedy, Tragi-Comedy, Sonnet, Drammatic Monologue, Ode, Elegy etc. প্রদত্ত অপশনগুলাের মধ্যে Epic হলাে বড় ধরনের বর্ণনামূলক কবিতা, যাকে মহাকাব্য বলা হয়। Occult হলাে অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাব্য রচনা করা। Tragic কৌতুকপ্রদ কোনাে কিছু। অপশনগুলাের ভিতরে comic একটি জাপানি কবিতা, যাতে সতেরােটি অক্ষর থাকে। ❌
Explanation: Quartet হলাে চারজন লােকের একটি সংগীহুল। Limerick হলাে পাঁচ লাইনের হাস্যরসাত্মক কবিতা। Sixtet বলে কোনাে শব্দ নেই। Haiku হলাে তিন লাইনের একটি জাপানি কবিতা, যাতে সতেরটি অক্ষর থাকে। ❌
Explanation: Samuel Taylor Colderidge একজন বিখ্যাত romantic ইংরেজ কবি, যিনি অনেকগুলাে বিখ্যাত কবিতা লিখেছেন। যেমন- The Rime of Ancient Mariner, Kubla Khan, Lyrical Ballad ইত্যাদি Biographic Literaria তার বিখ্যাত সাহিত্যবিষয়ক গ্রন্থ। ❌
Explanation: ইংরেজি সাহিত্যে 1798-1832 সময়কে Romantic Age বলে। Robert Browing (1812,7 may - 1889, 12 december) একজন গুরুত্বপূর্ণ Victorian poet. ❌
Explanation: উইলিয়াম শেক্সপিয়রের Othelo নাটকে বহুল ব্যবহৃত শব্দটি হলাে Hankerchief বা রুমাল। Othelo তার সহধর্মিণী Desdemonaকে ভালােবাসার নিদর্শনম্বরূপ একটি Hankerchief উপহার দিয়েছিলো। Othello' নাটকের প্রধান চরিত্র ওথেলাে (Othello)একজন মুর (Moor)। সে ভেনিসের একজন সেনাপতি। দেসদিমনা (Desdemona) পালিয়ে ওথেলােকে বিয়ে করে। ইয়াগাে (lago) ষড়ষন্ত্র করে এবং ওথেলােকে বলে- দেসদিমনার সঙ্গে ক্যাসিওর (Cassio) অবৈধ সম্পর্ক আছে। সে প্রমাণ হিসেবে ওথেলােকে ক্যাসিওর কাছে থাকা একটি রুমাল (Handkerchief) দেখায় যা ওথেলাে দেসদিমনাকে ভালবাসার নিদর্শনস্বরূপ দিয়েছিল। ❌
Explanation: Adonais হলাে P.B.Shelley- এর লেখা একটি বিখ্যাত কবিতা। কবিতাটি তিনি ১৮২১ সালে তার বন্ধু John Keats -বন্ধুর অকাল মৃত্যুতে ব্যাথিত হয়ে কবি Keats- এর মৃত্যুর সাত সপ্তাহের মধ্যে কবিতাটি রচনা করেন। বন্ধুর অকাল প্রয়াণই কবিতাটির মূল বিষয়বস্তু। ❌
Explanation: simile is an explicit(clear) comparison between two different (unlike) things using the words 'like' and 'as'. Example: You are like a tiger. Metaphor- দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা, যেখানে as like উহ্য থাকে। যেমন- She is a mood. Simile- দুটি ভিন্ন বস্তুর তুলনা, যা as like ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বােঝানাে হয়। যেমন- She is like the mood. ❌
Explanation: ইংরেজি সাহিত্যে Restorian period শুরু হয়েছে ১৬৬০ সালে, যার স্থায়িত্ব ১৬৮৮ সালে পর্যন্ত। সমগ্র ইংল্যান্ডকে একত্র করার মাধ্যমে তৎকালীন রাজা Charles ১৬৬০ সালে Restoration যুগের সূচনা করেন। ❌
Explanation: আর্নেস্ট মিলার হেমিংওয়ে বিশ শতকের একজন শ্রেষ্ঠ মার্কিন ঔপন্যাসিক (Novelists) এবং সাংবাদিক। তাঁর উল্লেখযােগ্য উপন্যাসগুলাের মধ্যে - "A Farewell to Arms, The Sun Also Rises', For Whom the Bell Tolls', 'The Old Man and the Sea', etc. অন্যতম । ❌