কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী কবি। কিন্তু প্রেম ও প্রকৃতি নিয়েও বিদ্রোহী কবি তার স্বপ্নলােক গড়ে তােলেন এবং শব্দ
ও ছন্দের মাধুর্যরসে কবিতাকে আপুত করেন। কবির বেশ কয়েকটি কাব্যে তার প্রেমিক মন ও সৌন্দর্য
ভাবনার পরিচয় পাওয়া যায়। তার মধ্যে একটি উল্লেখযােগ্য প্রেমের কাব্যগ্রন্থ হলাে ‘দোলন-চাপা
(১৯২৩)।
২১টি কবিতার সংকলনে কাব্যটি রচিত। প্রথম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে। এছাড়া
‘বেলাশেষে’, ‘পুবের চাতক’, ‘অবেলার ডাক’, পূজারিণী, কবি-রানী, দোদুল দুল, পথহারা, অভিশাপ,
শেষ প্রার্থনা ইত্যাদি কবিতা রয়েছে। মূলত এটি প্রেম-প্রধান কবিতার বই।
নজরুল কুমিল্লা গিয়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে ছিলেন। এ সময় ইন্দ্রকুমারের ভ্রাতুস্পুত্রী আশালতার সঙ্গে তাঁর প্রণয়
জন্মে। আশালতার ডাকনাম ছিল দুলি। দুলিকে আদর করে দোলন ও দুলু বলে ডাকা হতাে। দোলন বা
আশালতার নামেই ‘দোলন-চাপা’ কাব্য গ্রন্থের নামকরণ।
এর অধিকাংশ কবিতা দোলন বা দুলি বা শালতাকে নিয়ে। দোলনের সাথে কবির হৃদয়লীলার বিচিত্র বর্ণোজ্জ্বল স্বাক্ষর, হৃদয় বিহারের শ্যম্ভাবী, স্বপ্ন-সাধ, প্রেম সম্পর্কিত অস্থির মানসিকতা, দ্বিধা-দ্বন্দ্ব, প্রেমিকের বিচিত্র প্রণয়লীলা, মান-
অভিমান, অনুরাগ-বিরাগসহ বিচিত্র ভাব-ভাবনা এ কাব্যের মৌল উপজীব্য।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup