সামাজিক ও পারিবারিক জীবনের সাধারণ চিত্রভিত্তিক উপন্যাস আনােয়ারা' (১৯১৪)। মােহাম্মদ নজিবর রহমানের এ উপন্যাসটি শিল্পসম্মত না হলেও এর জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
মুসলিম মধ্যবিত্তের বিকাশশীলতার চিত্র আছে উপন্যাসে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে ব্যবসা, চাকরি ইত্যাদিতে মুসলিমদের প্রবেশের সূচনাকালীন কথকতা থাকায় এর সমাজতাত্ত্বিক মূল্য কম নয়।
তাছাড়া এ সময় মুসলিমরা যে ইংরেজি পড়াশােনাও আরম্ভ করেছে সে চিত্রও এখানে আছে। নামাজের জন্য অজু করতে গিয়ে তরুণী আনােয়ারা কোরান পাঠরত নুরল এসলামকে দেখে। আনােয়ারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন ধর্মনিষ্ঠ স্বামীর জন্য। পরে তাদের মিলন হয়।
গ্রামীণ পটভূমিতে রচিত এ উপন্যাসে দেখানাে হয়েছে যে, একজন নারীর জীবনে পতির জন্য আরাধনা, পতিকে পাবার পর তার সেবাযত্ন, পতির কথার বাইরে না যাওয়া ইত্যাদি।
বিষয়বস্তুর গুণে অল্পশিক্ষিত পাঠকদের নিকট এ উপন্যাসটি জনপ্রিয় হয়েছিল। নারীর ইচ্ছার পৃথক কোনাে মূল্য নেই এই উপন্যাসে। ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীর অন্তঃপুরে অবস্থান এবং স্বামীর প্রতি স্ত্রীর আস্থা ও সম্পূর্ণ আনুগত্য উপন্যাসটিতে দেখানাে হয়েছে।
ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় এবং আনােয়ারার স্বামীনিষ্ঠা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় ।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup