বাংলা কথাসাহিত্যের হাস্যরসাত্মক অথচ বিদগ্ধধারার রচনাতে যশস্বী, খ্যাতিমান সাহিত্যিক ও রাজনীতিবদ ছিলেন আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯)। তার রচিত হাস্যরসাত্মকপূর্ণ একটি গল্পগ্রন্থ হলাে ‘আয়না’ (১৯৩৫)।
হুযুর কেবলা, গাে-দেওতা-কা দেশ, নায়েবে নবী, লিভরে কওম, মুজাহেদীন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য-এই সাতটি গল্প রয়েছে বইটির মধ্যে। গল্পকার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে অন্তরালের ঘটনাসমূহকে তার ব্যঙ্গের বিষয়বস্তু করেছেন। একজন সত্যিকারের ব্যঙ্গ স্রষ্টার প্রায় সব গুণ ছিল আবুল মনসুর আহমদের। মন্দিরে, মসজিদে, বক্তৃতার মঞ্চে মানুষ নামের মুখােশ পরা যেন বন মানুষের ব্যঙ্গ করেছেন তিনি তার আয়না’ গল্পগ্রন্থের বিভিন্ন গল্পে।
শিল্পীর সমকালে ভারত উপমহাদেশে ধর্মীয় ক্ষেত্রে চলছিল একদিকে হিন্দু-মুসলমানের বিবাদ, অন্যদিকে একই ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় কলহ। ধর্মের ক্ষেত্রে ধর্মের নামে বিবিধ গোঁড়ামি, হিন্দু-মুসলিম বিবাদ, একই ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় খুঁটিনাটি নিয়ে দ্বিমত ও কলহ, রক্ষণশীলতা, ধর্মব্যবসায়, ভণ্ডপীরদের কীর্তিকলাপ। ইংরেজ ভেদ-নীতির শিকার হিন্দু-মুসলমান, স্বাধীনতা সংগ্রামে নিজ স্বার্থ অন্বেষণকারী, ব্যক্তি স্বার্থোদ্ধারের জন্য স্বাধীনতাকামী বিদ্রোহী। বাইরে বিদ্রোহী ভেতরে ইংরেজ ভক্ত, বিদেশি শাসকপ্রীতি, ভণ্ডপীর, মােল্লাদের বিবাহপ্রীতি, মােল্লাদের ভােজনপ্রীতি, মাযহাবী বিরােধ, বাহাসের অসারতা, সাম্প্রদায়িক দাঙ্গাকারী, ক্ষুদ্র বিষয় নিয়ে কলহকারী, প্রতিদ্বন্দ্বী মৌলভিদের অশােভন সংঘর্ষ, অনাবশ্যক আরবিপ্রীতি, শিক্ষার আধুনিকতা বর্জন, ধর্মীয় পত্রিকা ব্যবসা, আঞ্জুমান জাতীয় সেবা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা, মওলানাদের ভাষা ব্যবহার, মুসলমানদের কাবুলপ্রীতি প্রভৃতি বিষয়ে ‘আয়না’ গল্পগ্রন্থে ব্যঙ্গ করা হয়েছে।
কোন বিশেষ ব্যক্তিকে নিয়ে অযথা আক্রমণ করে তিনি ব্যঙ্গ করেন নি। তার রচনায় কোন কুৎসা কাহিনির ঠাই নেই। তার আঁকা প্রায় প্রত্যেকটি চরিত্র তাদের নিজস্ব সমাজের প্রতিনিধিত্ব করেছে। ব্যঙ্গ শিল্পী আবুল মনসুর আহমদের রচনায় রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ব্যঙ্গ থাকলেও ‘আয়না’ গল্পগ্রন্থের ‘বিদ্রোহী সংঘ’ গল্পে কেবল রাজনৈতিক ব্যঙ্গ রয়েছে, বাকি গল্পগুলােতে ধর্মীয় বঙ্গ উঠে এসেছে।
আবুল মনসুর আহমদ উপলব্ধি করেছিলেন একটি আয়নার প্রয়ােজন, যে আয়নায় দেশের সবাই নিজ নিজ মুখ দেখতে পাবে। সেই ‘আয়না’ই তিনি সৃষ্টি করেছেন বিশেষ ব্যঙ্গ মিশিয়ে। এখানেই ‘আয়না’ গল্পগ্রন্থের ব্যঙ্গ সর্বৈব সফল।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup