রিজিয়া রহমান উপন্যাস রচনার ক্ষেত্রে যথার্থ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার রচিত একটি ফুলের জন্য’ (১৯৮৬) উপন্যাসের মধ্যে তিনি মুক্তিযুদ্ধের পরবর্তীকালের বাংলাদেশের চিত্র অঙ্কন করেছেন।
মুক্তিযােদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তার নির্মম ব্যর্থতার জন্য যে অপরিসীম গ্লানি দেখা দিয়েছিল তার করুণ চিত্র এখানে অঙ্কিত হয়েছে।
বিজয়ী মুক্তিযােদ্ধারা যে গৌরবময় জীবন প্রত্যাশা করেছিল তা বাস্তবায়িত না হয়ে যে অন্ধকারাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হয়েছিল তার করুণ চিত্রটি এ উপন্যাসের উপজীব্য। যুদ্ধে অপরিসীম ত্যাগের কোনাে মূল্যায়ন হয় নি। সরকারের ব্যর্থতা সে সময়ে কেমন স্পষ্ট হয়ে উঠেছিল, পঁচাত্তরের পটপরিবর্তনের ফলে যে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে তারই স্বরূপ অঙ্কিত হয়েছে এ উপন্যাসে।
কয়েকজন মুক্তিযােদ্ধার আত্মজীবনী এখানে বর্ণিত হয়েছে। তারা কী আশা করে সগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বিজয় লাভের পর দেশের যে অবস্থা প্রত্যক্ষ করলেন তাতে তাদের হৃদয় বিদীর্ণ হয়েছে। পরিবর্তিত পরিবেশে তাদের মন বেদনায় ক্ষতবিক্ষত হয়েছে। হতাশায় নিমজ্জিত হয়েছে তাদের হৃদয়।
এই ব্যর্থতা ও হতাশার মধ্যেও লেখিকা এক অনন্য ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেছেন। তার জীবনবাদী মন ও মনন বিপন্ন মুক্তিযােদ্ধাদের অপরিমেয় প্রেমশক্তির মধ্যে উত্তরণের শক্তিমত্তাকে আবিষ্কার করে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup