হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) ছিলেন কবি, গল্পকার, প্রাবন্ধিক, সমালােচক। বিচিত্র প্রতিভার অধিকারী এই সাহিত্যশিল্পীর গুরুত্বপূর্ণ অবদানগুলাের অন্যতম একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩) নামক সাহিত্য সংকলন সম্পাদনা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন। এর প্রকাশক ছিলেন মােহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস শিরােনামে ৬টি বিভাগে মােট ২২ জন লেখক লিখেছেন।
এ সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানাে' গানটি। হাসান হাফিজুর রহমানের সাহিত্য সাধনার মাধ্যমে তার অপরিসীম কৃতিত্বের পরিচয় প্রকাশ পেয়েছে।
তার বিচিত্র সাহিত্যকর্মে এদেশের জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটেছে। তিনি মহান ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ফলে বাংলাদেশের সংগ্রামী চেতনার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। তাই সমাজ ও জীবনের অঙ্গীকারে তার সাহিত্য প্রগতিশীল শিল্প-পরিচয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল। একুশে ফেব্রুয়ারি’ সংকলন তার এক অনন্য সম্পাদনার নিদর্শন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup