তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী। তার রচিত কবি’ (১৯৪১) উপন্যাস বাংলা চিরায়ত কথাসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। ডােম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস।
এ উপন্যাসের নায়ক কবি হলেও স্বভাব- কবি, শিল্প-কবি নয়-মানুষ-কবি; অর্থাৎ সে অবসরে কাব্যচর্চা করে না, কাব্যপ্রেরণার জন্য বাস্তবকে ছাড়িয়ে কল্পনার আরাধনা করে না, এ কবিত্ব তার বাস্তব জীবনের অভিব্যক্তি।
কবিয়াল (নিতাই) প্রথম ‘ঠাকুরঝি’ নামে একটি মেয়েকে ভালােবেসে না পাওয়ার বেদনায় জর্জরিত হয়। পরবর্তীতে বসন বা বসন্ত নামে রূপােপজীবিনী নারীর ঘনিষ্ঠতার এক গভীরতা তাকে আচ্ছন্ন করে তােলে। আখ্যানের নিপুণ বিন্যাস, চরিত্রগুলির উজ্জ্বল উপস্থিতি এবং গানের সহজ কথার সঙ্গে জড়িত সংরাগ ও বেদনা সব মিলে এই উপন্যাসটি তারাশঙ্করের একটি শ্রেষ্ঠ রচনা।
উপন্যাসের পরিসমাপ্তিতে জীবন এত ছােট ক্যানে’ সংলাপটি ক্লাসিক মর্যাদা পেয়েছে। তারাশঙ্করের উপন্যাসে প্রধানত বাংলার সামাজিক বিবর্তন এবং সমকালীন রাজনৈতিক জীবন শিল্পিত হলেও সমাজের নানা শ্রেণি-পেশা-গােত্র ও বর্ণের মানুষের জীবনবাস্তবতার রূপায়ণেও তিনি সমানভাবে দক্ষ।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup