বঙ্কিমচন্দ্রের শিল্প প্রতিভার অনেকটা খ্যাতি তাঁর প্রবন্ধ সৃষ্টির কারণে। কমলাকান্তের দপ্তর' (১৮৭৫) বঙ্কিমচন্দ্রের বহুল আলােচিত প্রবন্ধগ্রন্থ। কমলাকান্তের দপ্তর ধ্রুপদী সাহিত্য কীর্তিরূপে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত। এ গ্রন্থের প্রবন্ধগুলােতে সমাজ, অর্থনীতি, ব্যক্তিচরিত্রের স্থলন ইত্যাদির সাথে প্রভাবে যুক্ত হয়েছে জীবনজিজ্ঞাসা ও আত্মগত ভাবনা। পরিকল্পনার অভিনবত্বে, ভাষার সারল্য অথচ তীক্ষ্ণতায়, গীতি সৌরভে এ প্রবন্ধগ্রন্থটি সার্থক সিদ্ধি লাভ করেছে। রচনাভঙ্গিতে রঙ্গব্যঙ্গ আছে, কিন্তু তরলতা কিছুটা অন্তর্হিত, পরিবর্তে যুক্ত হয়েছে গীতলতা।
কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে-
কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের প্রবন্ধগুলােকে বিষয়ঘটিত বর্গকিরণ করা যায় এভাবে-
কমলাকান্ত নামক এক চরিত্রের জবানিতে প্রবন্ধগুলি লিখিত। ফলে এদের মধ্যে একটি ক্ষীণ আখ্যানগত এবং চরিত্রগত ঐক্য আছে। কমলাকান্ত নামক আফিমখাের, খ্যাপাটে কিন্তু চিন্তাশীল ও কবিপ্রতিভাসম্পন্ন চরিত্রটি বঙ্কিমের অনন্য সৃষ্টি।
মনে করা হয়, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র নিজেই। কমলাকান্ত আফিম খেলেই দিব্যদৃষ্টি ফিরে পায়। তার কবিত্ব, দেশপ্রেম, দার্শনিকতা, ব্যঙ্গ ও পিশক্তি সমস্তই একাধারে এই গ্রন্থে ঘনীভূত। প্রসন্ন গােয়ালিনী কমলাকান্তের অনুষঙ্গী চরিত্র। বঙ্কিমচন্দ্র যে কত মহৎ গদ্যশিল্পী এ গ্রন্থে তা বােঝা যায়। শব্দের স্থাপত্যধর্মী স্বভাব পরিত্যাগ করে এ গ্রন্থে তিনি পেলব গদ্যশৈলী নির্মাণ করেছেন। অনেকের মতে, কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ গ্রন্থ।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup