ড. আলাউদ্দিন আল আজাদ উপন্যাসের ক্ষেত্রে যে বৈচিত্রের পরিচয় দান করেছেন তাতে তার রচনায় বিষয়ের যেমন ভিন্নতার সৃষ্টি হয়েছে তেমনি চরিত্র ও ভাষাসৃষ্টিতে স্বতন্ত্র লক্ষণ প্রকাশ পেয়েছে। কর্ণফুলী (১৯৬২) উপন্যাসটি তার শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। এ গ্রন্থে তিনি কর্ণফুলী নদী তীরের চট্টগ্রামের উপজাতীয় জীবনের কিছু চিত্র অঙ্কন করেছেন।
ওপর। জীবনের আনন্দবেদনার চিত্রই এই উপন্যাসের উপজীব্য। এই উপন্যাসে লেখক আঞ্চলিক লােকজীবন ও তার ভাষার পরিচয় দানের চেষ্টা করলেও তা যথার্থ আঞ্চলিক উপন্যাস হয়ে ওঠে নি। বরং বাইরের জগতের অভিঘাত-সংঘাতে আঞ্চলিক জীবনের রূপের কি ধরনের রূপান্তর ঘটতে পারে তা এখানে দেখানাে হয়েছে। আদিবাসী রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় উপন্যাসে বর্ণিত। ইসমাইল চোরাকারবারি, উচ্চাভিলাষী। সে আদিবাসী তরুণী রাঙালিমার প্রতি আকৃষ্ট হয়। এসব নানা বিষয় উপন্যাসে লেখক নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে তার এ উপন্যাসে বিষয়বস্তুর অভিনবত্ব বিদ্যমান।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup