নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নির্বাসন’ (১৯৭৪) পঙ্গু মুক্তিযােদ্ধাকে নিয়ে লিখিত উপন্যাস।
এ উপন্যাসের প্রধান চরিত্র আনিস। কথা ছিল জরীর সাথে আনিসের বিয়ে হবে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর হাতে আনিস গুলিবিদ্ধ হলে তার নিম্নাঙ্গ অবশ হয়ে যায়। চিকিৎসা চলে দীর্ঘদিন। কিন্তু রােগ মুক্তির কোনাে লক্ষণ নেই। একটি ধূসর বিবর্ণ রিক্ত অন্ধকার সময় আনিসকে ঘিরে ফেলে। জরীর বিয়ে হয়ে যায় অন্য ছেলের সাথে। বরযাত্রীরা তৈরি হয়েছে বিদায় নিতে। সবাই জরীকে ধরাধরী করে উঠানে নিয়ে এলাে। আনিস জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। গভীর বিষাদে আনিসের চোখে জল এল। একটি বেদনাময় অনুসরণের মধ্যে কাহিনি শেষ হয়েছে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup