বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালী' (১৯২৯) পরস্পর পরস্পরের সম্পূরক । নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ হরিহরের অভাবগ্রস্ত জীবনের বর্ণনাই এ উপন্যাসের বিষয়বস্তু।
হরিহরের এক কন্যা দুর্গা এবং এক পুত্র অপু। বালক অপুই উপন্যাসের নায়ক। তার কৌতুহলী একজোড়া চোখ দিয়ে শিল্পী আমাদের সামনে তুলে ধরেছেন জীবনের নানা অনুষঙ্গ।
ঔপন্যাসিকের জীবনে অভিজ্ঞতার পরিধি ছিল ব্যাপক। অপুর ন্যায় জীবন্ত ও পুঙ্খানুপুঙ্খরূপে চিত্রিত বাংলা উপন্যাস সাহিত্যে দ্বিতীয়টি নেই। শিশুমনের রহস্যময়তা উপন্যাসে পুঞ্জীভূত উদাহরণ ও বিচিত্র প্রমাণের সাহায্যে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে।
ব্যাপকতা ও গভীর অন্তর্দৃষ্টি এবং শৈশব রহস্যই উপন্যাসের আসল কথা। তাছাড়া প্রকৃতির বর্ণনা, শৈশবের নিখুঁত চিত্র, প্রবাহমান গ্রামীণ জীবনের স্বরূপ সৃষ্টিতে লেখকের কৃতিত্ব অপরিসীম।
সামাজিক চিত্রসৃষ্টি দিয়ে পথের পাঁচালী’র গােড়াপত্তন, দূর অতীতের সাথে পল্লী বাংলার জীবনের গ্রামীণ যােগ দিয়ে লেখক গল্প শুরু করেছেন। পল্লী সমাজের আচার-ব্যবহার, সুখ-দুঃখ, অভাব-অভিযােগ, মান-অভিমান, আশা-আকাঙ্ক্ষা, নৈরাশ্য-বেদনার চিত্র এঁকেছেন তিনি।
পল্লী গ্রামের দারিদ্রলাঞ্ছিত অভাবপীড়িত বালক বালিকার মনস্তত্ত্বের বিশ্লেষণ করতে শিল্পী ছবির পর ছবি এঁকে চলেছেন, আর পল্লী প্রকৃতির পটভূমিরই মতাে বস্তুগত অপু যেন সেই চিত্রমালাকে সংযােজিত করে রেখেছে।
‘পথের পাঁচালী’ যেন একটি চিত্রশালা বিশেষ। গৃহস্থালি, পল্লীপথ, বন-বাদাড়, মাঠ-ঘাট, নদী-প্রান্তর, পশু-পক্ষী, পূজা-পার্বণ প্রভৃতির ছবি আঁকা হয়েছে। যেসবের মধ্য দিয়ে দৈনন্দিন গ্রামের মানুষের চলাফেরা তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু নিয়ে পথের পাঁচালী’ সমৃদ্ধ। প্রকৃতিই ‘পথের পাঁচালী’র নায়ক অপুর গুরু, বন্ধু। গ্রামবাংলার মূক প্রকৃতি এ উপন্যাসের বিশেষ চরিত্র হিসেবে দাঁড়িয়েছে।
জীবনের আদি অন্তহীন, সুখ-দুঃখ, হাসি-কান্নাঘেরা এক বিরাট ও বিস্তৃত পথের পরিচয়ই ‘পথের পাঁচালী’র মুখ্য উপকরণ। প্রকৃতির জগৎ আর মানবজীবন এক হয়ে যেন কোন অপরিচিত রহস্যময় অনন্তের দিকে ছুটেছে। উপন্যাসের চরিত্র সৃষ্টির মধ্যেও একটি সর্বসাধারণ রূপ দেখা যায়। কোন বিশেষ ধরনের টাইপ চরিত্রের মধ্য দিয়েও যেন লেখক একটি সমাজকে স্পষ্ট করেছেন।
পাঁচালী গানে যেমন সহজ সরল কাহিনির মধ্য দিয়ে কোন দার্শনিক সত্য প্রকাশ করা হত, ‘পথের পাঁচালী’তেও তেমন সহজ তুচ্ছ ছােটখাটো ঘটনা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের গভীর মর্ম-রহস্য উদঘাটন করা হয়েছে। বিষয়-ভাবনা, চরিত্র, জীবনের সকল ব্যথা ও কথা সহজ স্বচ্ছন্দ গতি এবং শিল্পরীতি, ‘পথের পাঁচালী’কে গতি উচ্ছল ও অনন্য উপন্যাস করে তুলেছে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup