মেহনতি মানুষের জীবনের সমস্যা ও সংকটকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বর্ণনা করেছেন সত্যেন সেন। শ্রেণি দ্বন্দ্ব, নারী প্রেম, ধর্মীয় সংকীর্ণতা দেশপ্রেম- এসব সত্যেন সেনের উপন্যাসের উপজীব্য।
অভিশপ্ত নগরী’র দ্বিতীয় খণ্ড হিসেবে পরিকল্পিত ‘পাপের সন্তান’ (১৯৬৯) শুধু সত্যেন সেনেরই সেরা সৃষ্টি নয়, বাংলা ভাষায় লিখিত একটি শ্রেষ্ঠ উপন্যাস।
অভিশপ্ত নগরী’তে জেরুজালেম নগরী পতনের কথা আছে। পাপের সন্তান’ উপন্যাসে সেই পতনের প্রায় পঞ্চাশ বছর পরের প্রতিক্রিয়া ব্যক্ত। এই দীর্ঘ সময়ে ইহুদিদের সঙ্গে অন্য ধর্ম-জাতির অনেকেরই বিয়ে এবং সন্তান জন্মের ঘটনা ঘটে। পরজাতি স্ত্রীর গর্ভে জন্মগ্রহণকারী ইহুদি সন্তানদের পাপের সন্তান আখ্যা দিয়ে তাদের ধ্বংস কামনা করা হয়।
এই উপন্যাসের প্রধান পাত্র-পাত্রী মিকা ও শদরা ধর্মীয় এবং সামাজিক এই বিধি নিষেধ অতিক্রম করে নীলনদের তীরে এসে নতুন পৃথিবী গড়ে তুলতে চায়। এই নতুনের প্রতি ইঙ্গিতই উপন্যাসের মূল কথা।
লেখক মার্কসবাদের সমর্থক ছিলেন এবং দীর্ঘকাল সরকারের কোপানলে পড়ে কারাবন্দি ছিলেন। প্রায় বছর দশেক তিনি কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
তার লেখালেখিতে রাজনৈতিক জীবন ব্যাপক প্রভাব ফেলে। ১৯৪৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বারাে বছর তিনি কারা অন্তরিন ছিলেন। পাপের সন্তান উপন্যাসের জন্য লেখক আদমজি পুরস্কার (১৯৭০) লাভ করেন।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup