শাহরিয়ার কবির কিশােরদের জন্য লিখিত ‘পুবের সূর্য উপন্যাসে ২৫ মার্চের ভয়ঙ্কর রাতের ভয়াবহ পরিবেশ, মিলিটারির নির্বিচার হত্যাকাণ্ড আর ভীত সন্ত্রস্ত মানুষের রাত্রিযাপন ও সংগ্রামী মানুষের প্রতিরােধের কাহিনি বেশ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন।
স্মৃতিচারণ ভঙ্গিতে লেখা এই কাহিনিতে অনেক ক্ষেত্রেই ফ্ল্যাশব্যাক রীতি অনুসৃত। শাহরিয়ার একটি ব্যতিক্রমী চরিত্র অঙ্কন করে অগ্রসর চিন্তা এবং মহৎ শিল্পী চেতনার পরিচয় দিয়েছেন। অত্যাচারী পাঞ্জাবি সেনাদের জঘন্যতম অত্যাচারের পাশাপাশি চিত্রিত হয়েছে পশ্চিমা মেজর বেগের মত চরিত্র, যে বন্দুককে ভীষণভাবে ঘৃণা করে এবং অস্থির হয়ে বলে আমাদের জেনারেল যা করেছেন যা ভাবছেন সভ্যতার ইতিহাসে এর নজির নেই। আমি জানি এসব বলা ঘােরতর অন্যায়, তবু তােমার কি মনে হয় শাস্তি থেকে বাঁচতে পারবেন? এ চরিত্র যেন শওকত ওসমানের ‘নেকড়ে অরণ্য’-এর শের খানের পূর্ণ ও বলিষ্ঠ সংস্করণ।
উপন্যাসের প্রধান চরিত্র বাবু ক্যাম্পে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাে, নতুন মুখের স্বপ্ন। সব শেষে সূর্য উঠল, জ্বলন্ত ইস্পাতের গােলকের মতাে টকটকে লাল সূর্য, অসম্ভব লাল সূর্য। বাংলাদেশের স্বাধীনতা সূর্যের উদয় সম্ভাবনার এই প্রতীকী ব্যঞ্জনা দিয়েই আলােচ্য উপন্যাসের কাহিনি শেষ। স্বল্প ভাষণে, সুমিত বিন্যাসে ঘটনাগুলাে স্বাভাবিকতায় সংস্থাপিত এবং চরিত্রগুলােও আপনরূপে সুবিকশিত।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup