বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬)। তার কবিতা দেশপ্রেম ও সামাজিক সচেতনতায় সতেজ ও দ্বীপ্ত। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলন তার কবিতায় রূপায়িত হয়েছে গভীর সংবেদনশীলতায়। শামসুর রাহমানের খ্যাতি ও পরিচিতি এর আগে থেকে কিছুটা থাকলেও প্রতিষ্ঠা নিশ্চিত করে তার বন্দী শিবির থেকে।
এ গ্রন্থের মূল বিষয় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা। এর অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে ১৯৭১ সালের এপ্রিল- ডিসেম্বর সময়ে রচিত। ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটির শুরুতে পূর্বলেখ’ শিরােনামে একটি ভূমিকা সংযােজন করে কবি তার কাব্যরচনার প্রেক্ষাপট বর্ণনা করেছেন। ৩৮টি কবিতা এ গ্রন্থে অন্তর্ভুক্ত।
উল্লেখযােগ্য কবিতা : তােমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি।
প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ১৯৭১ সালের শহিদদের উদ্দেশে। একাত্তরের মুক্তিযুদ্ধের শ্বাসরুদ্ধকর, ভয়াবহ বন্দীদশা তথা মুক্তিযুদ্ধের একাত্মতা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পেয়েছে শামসুর রাহমানের কবিতায়।
কবিতায়। মুক্তিযুদ্ধের সময় রচিত বন্দী শিবির থেকে কাব্যের কবিতায় অবরুদ্ধ ঢাকার চিত্রকল্প চমৎকারভাবে ফুটে উঠেছে -
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup