বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সমাজব্যবস্থায় বিরাজমান অন্যায়-অত্যাচার-
শােষণ ও দারিদ্র্যের বিরুদ্ধে আজীবন সংগ্রামী বিদ্রোহী কবি নজরুল ইসলাম ঝড়ের মতাে বাংলা
সাহিত্য-অঙ্গনে আবির্ভূত হয়ে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন।
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধন-হারা' (১৯২৭)। উপন্যাসটি ‘মােসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বাধন-হারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
নুরুর সঙ্গে মাহবুবার প্রণয় এবং পরে বিয়ের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেলেও হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। সৈনিক জীবন গ্রহণের পেছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোন তাগিদ ছিল না। এ প্রসঙ্গে
নার্গিসের সঙ্গে কবির প্রণয় ও আর্দ প্রসঙ্গ মনে আসে। অনেকে মনে করেন নুরুই নজরুল। এ উপন্যাসে রাবেয়া, মাহবুবা, সাহসিকা প্রমুখ নারী চরিত্রের উল্লেখ ও তাদের পত্র বিনিময় আছে।
সাহসিকা যথেষ্ট প্রতিবাদী; চিরকুমারী থেকে যে নারীদের উপর পতিত নানা অন্যায়ের প্রতিবাদ
করে। উল্লেখ্য, বাঁধন-হারা কাব্যে সাহসিকা’র পত্রে যে বিদ্রোহিতার আভাস আছে, তা-ই
পরবর্তীকালে বিদ্রোহী কবিতায় পূর্ণাঙ্গতা লাভ করে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup