প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ করণ কারক হলো যন্ত্র/সহায়ক/উপায়। যা দিয়ে আপনি কোনো কাজ করেন তা-ই করণ কারক। আপনি কলম দিয়ে লিখেন এখানে কলম হলো করণ কারক। লাঙল দিয়ে হাল চাষ করেন। এখানে লাঙল হলো করণ কারক। যেমন- ছেলেরা বল খেলে (বল একটি উপকরণ) পরিশ্রমে ধন আনে (উপায়) ফুলে ফুলে ঘর ভরেছে(ফুল একটি উপকরণ) ❌
ব্যাখ্যাঃ ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলা হয়। এখানে ক্রিয়া কে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আসে ছাত্রটিকে। সুতরাং ছাত্রটি হলো করমকারক। ❌
ব্যাখ্যাঃ যা কোনাে ঘটনার উৎপত্তি স্থান—যা হতে কোনাে বস্তু বা ব্যক্তি উৎপন্ন, চলিত, নির্গত, নিঃসৃত, উথিত, পতিত, প্রেরিত, গৃহীত, দৃষ্ট, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয়, তাকে অপাদান কারক বলে। যেমন- হিমালয় হতে গঙ্গা প্রবাহিত, সাগর হতে মুক্তা পাওয়া যায়,লোভে পাপ ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ যা কোনাে ঘটনার উৎপত্তি স্থান—যা হতে কোনাে বস্তু বা ব্যক্তি উৎপন্ন, চলিত, নির্গত, নিঃসৃত, উথিত, পতিত, প্রেরিত, গৃহীত, দৃষ্ট, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয়, তাকে অপাদান কারক বলে। যেমন- হিমালয় হতে গঙ্গা প্রবাহিত, সাগর হতে মুক্তা পাওয়া যায়, ছাদ হতে পানি পড়ে, গাড়ি স্টেশন ছাড়লো, ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলা হয়। এখানে দুই বিঘে কী ছিলো প্রশ্ন করলে উত্তরে আসে ভুঁই(জমি)। সুতরাং এটি কর্মকারক। কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নেওয়া হয়। ❌
ব্যাখ্যাঃ ❌
ব্যাখ্যাঃ যা কোনাে ঘটনার উৎপত্তি স্থান—যা হতে কোনাে বস্তু বা ব্যক্তি উৎপন্ন, চলিত, নির্গত, নিঃসৃত, উথিত, পতিত, প্রেরিত, গৃহীত, দৃষ্ট, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয়, তাকে অপাদান কারক বলে। যেমন- হিমালয় হতে গঙ্গা প্রবাহিত, সাগর হতে মুক্তা পাওয়া যায়,তিলে তৈল হয় ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলা হয়। কাকে জিজ্ঞাসিবেন? উত্তরে আসবে জনে জনে। এখানে জনে জনে হলো কর্ম কারক আর জনে জনে এর সাথে এ বিভক্তি বিদ্যমান। সুতরাং জনে জনে হল কর্ম কারকে সপ্তমী। ❌
ব্যাখ্যাঃ যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে। যেমন- রহিমকে ডাকো। জিজ্ঞাসিবো জনে জনে। ❌
ব্যাখ্যা : ক্রিয়া পদের সাথে বাক্যে অন্যান্য পদের যে সম্পর্ক তা-ই হলো কারক। ❌
ব্যাখ্যাঃ ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন নম্বর।
শতকরা পেয়েছেন ...........